পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঙ্গরার উক্তি । సి) কি ধন হারায়ে গেছে, কি সে কথা ভুলে গেছি, হৃদয় ফেলেছে ছেয়ে কি সে ঘুমঘোর । এ যে সব লতাপাতা হেরি চারি পাশে এর সব জানে যেন তবুও বলেন কেন । D . আধখানি বলে, আর দুলে দুলে হাসে । নিশীথে ঘুমাই যবে, কি যেন স্বপন হেরি প্রভাতে আসেন। তাহা মনে, কে পারে গে| ছিড়ে দিতে এ প্রাণের আবরণ— কি কথা সে রেখেছে গোপনে । কি কথা সে । এ হৃদয় অগ্নিগিরি দহিতেছে ধীরি ধীরি কোন খানে কিসের হতাশে । অপরার উক্তি । হ’লনা গো হ’ল না । প্রেম সাধ বুঝি পূরিল না বল সখা বল কি করিব বল, কি দিলে জুড়াবে হিয়া !