পাতা:শ্রীকান্ত (প্রথম পর্ব).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রীকান্ত
১৭৮

 আজ্ঞে হাঁ।

 তোমরা কটি ভাই বোন?

 ভাই আর নেই। চারটি বোন।

 তাঁদের বিয়ে হ’য়ে গেছে?

 আজ্ঞে হাঁ। মা-ই বিয়ে দিয়েছেন।

 তোমার আপনার মা বেঁচে আছেন?

 আজ্ঞে হাঁ, তিনি দেশের বাড়ীতেই আছেন।

 তোমার এ মা কখনো তোমাদের দেশের বাড়ীতে গেছেন?

 অনেক বার। এই ত পাঁচ-ছ’মাস হ’ল এসেছেন।

 সেজন্য দেশে কোন গোলযোগ হয় না?

 বঙ্কু একটু চুপ করিয়া থাকিয়া কহিল, হলোই বা। আমাদের একঘরে ক’রে রেখেচে ব’লে ত আর আমি আপনার মাকে ত্যাগ করতে পারি নে! আর অমন মা-ই বা কজনের আছে!

 মুখে আসিল জিজ্ঞাসা করি, মায়ের উপর এত ভক্তি আসিল কিরূপে? কিন্তু চাপিয়া গেলাম।

 বঙ্কু কহিতে লাগিল, আচ্ছা, আপনি বলুন, গান-বাজ্‌না করাতে কি কোন দোষ আছে? আমার মা ত শুধু তাই করেন। পরনিন্দে পরচর্চ্চা ত করেন না? বরঞ্চ গ্রামে আমাদের যারা পরম শত্রু, তাদেরই আট-দশজন ছেলের পড়ার খরচ দেন; শীতকালে কত লোককে কাপড় দেন, কম্বল দেন। এ কি মন্দ কাজ করেন?

 আমি বললাম, না; এ ত খুব ভাল কাজ।

 বঙ্কু উৎসাহিত হইয়া কহিল, তবে বলুন ত। আমাদের গাঁয়ের মত পাজী গাঁ কি কোথাও আছে? এই দেখুন না, সে-বছর ইঁট পুড়িয়ে আমাদের কোঠা বাড়ী তৈরি হ’ল। গ্রামে ভয়ানক জলকষ্ট দেখে মা