পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇర్చి শ্ৰীমদ্ভগবদগীতা । স্বরূপ, তাহ। তাহার গ্রাহ মহে—কেন না, তিনি অন্তৰ্য্যামী । আর যে উপাসনা আন্তরিক, তাহা ভ্রান্ত হইলেও তাহার কাছে গ্রাহ । যিনি নিরাকার ব্রহ্মের উপাসক, বা তপশ্চারী, তাহার উপাসনা যদি কেবল লোকের কাছে পসার করিবার জন্ত হয়, তাহার অপেক্ষা যে অভাগী পুত্রের মঙ্গল কামনায় ষষ্ঠতলীয় মাথ৷ কুটে, তাহার উপাসনাই অধিক পরিমাণে ভগবানের গ্রাহ বলিয়া বোধ হয় । এইরূপ শ্লোকের তাৎপৰ্য্য বুঝিলে, পৃথিবীতে আর ধৰ্ম্মগত পার্থক্য থাকে না ;–হিন্দু মুসলমান, খ্ৰীষ্টমান, জৈন, নিরাকারবাদী, সাকারবাদী, বহুদেবোপাসক, জড়োপাসক, সকলেই সেই এক ঈশ্বরের উপাসক—যে পথে তিনি আছেন, সেই পথে সকলেই যায় । এই শ্লোকোক্ত ধৰ্ম্মই জগতে একমাত্র অসাম্প্রদায়িক ধৰ্ম্ম—একমাত্ৰ সৰ্ব্বজনাবলম্বনীর ধৰ্ম্ম । ইহাই প্রকৃত হিন্দুধৰ্ম্ম । হিন্দুধৰ্ম্মের তুল্য উদার ধৰ্ম্ম আর নাই—অার এই শ্লোকের তুল্য উদার মহাবাক্যও আর নাই। কাঙক্ষন্তঃ কৰ্ম্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ । ক্ষিপ্ৰং হি মামুষে লোকে সিদ্ধিৰ্ভবতি কৰ্ম্মজা ॥ ১২ ॥ ইহলোকে যাহার কৰ্ম্মসিদ্ধি কামনা করে, তাহারা দেবগণের আরাধনা করে । এবং শীঘ্ৰ মনুষ্যলোকেই তাহণদের কৰ্ম্মসিদ্ধি হয় । ১২ । অর্থাৎ সচরাচর মনুষ্য কৰ্ম্মফল কামনা করিয়া দেবগণের আরাধন করে, এবং ইহলোকেই সেই অভিলষিত ফল প্রাপ্ত হয় । সে ফল সামান্ত । নিষ্কাম কৰ্ম্মের ফল আভি মহৎ । তবে