পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । ー 愛● কেহ কেহ বা ইন্দ্ৰিয়ৰূপ অগ্নিতে শব্দাদি বিষয় সকল আহুতি দিয়া থাকেন i ২৬। সর্ববাণীন্দ্ৰিয়কৰ্ম্মাণি প্রাণকৰ্ম্মাণি চাপরে । আত্মসংযমযোগাগ্নৌ জুহবতি জ্ঞানদীপিতে ॥ ২৭ ॥ কেহ কেহ ধ্যেয় বিষয় দ্বারা উদ্দীপিত আত্ম-ধ্যানরূপ যোগগ্নিতে জ্ঞানেন্দ্রিয়ের কৰ্ম্ম, কৰ্ম্মেন্দ্রিয়ের কৰ্ম্ম ও প্রাণবায়ুর কৰ্ম্ম সকল অtহুতি প্রদান করেন । ২৭ { দ্রব্যযজ্ঞাস্তপোযজ্ঞ যোগযজ্ঞাস্তথাপরে । স্বাধ্যায়জ্ঞানযজ্ঞাশ্চ যতয়ঃ সংশিতব্ৰতাঃ ॥ ২৮ ॥ দৃঢ়ব্ৰত যতিগণ, দ্রব্যদান, চান্দ্রায়ণাদি ব্রত, সমাধি, বেদপাঠ ও বেদজ্ঞান এই করেকটা যজ্ঞ অনুষ্ঠান করিয়া থাকেন ।২৮। অপানে জুহবতি প্রাণং প্রাণেহপানং তথাপরে । প্রাণাপানগতী রুদ্ধা প্রাণায়ামপরায়ণাঃ । অপরে নিয়তাহারণঃ প্রাণান প্ৰাণেষু জুহতি ॥ ২৯ ॥ কেহ কেহ প্রাণবৃত্তিতে আপনি বৃত্তিকে আtহুতি প্রদান কয়িয়া পূরক, অপশনবৃত্তিতে প্রাণবৃত্তিকে আহুতি প্রদান করিয়া রেচক এবং প্রাণ অপানের গতি রোধ করিয়। কুস্তকরূপ প্রণায়াম করেন ; অয়ি কেহ কেহ নিয়তাহায় হইয়া প্রাণেন্দ্রিয় সমুদয়কে হোম করিয়া থাকেন । ২৯ । সর্বের্বইপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষয়িতকল্মষাঃ । ঘ জ্ঞশিষ্টামৃতভুজে যান্তি ব্ৰহ্ম সনাতনম ॥ ৩০ ৷