পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । 及鲤邻 কামক্রোধবিমুক্তানাং যতীনাং যতচেতসাম । অভিতে ব্রহ্মনির্বাণং বৰ্ত্ততে বিদিতাত্মনাম ॥ ২৬ ৷ যে সকল সন্ন্যাসী চিত্তকে আয়ত্ত করিয়াছেন, কাম ও ক্রোধ হইতে মুক্ত এবং আত্মতত্ব অবগত হইয়াছেন, তাহার। ইহকাল ও পরকাল উভয়ত্রই মোক্ষলাভ করেন । ২ ৬ । স্পর্শন কৃত্ব বহির্ববাহ্যাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রবেঃ। প্রাণাপানে সমোঁ কৃত্বা নাসাভ্যন্তরচারিণেী ॥ ২৭ ৷ যতেন্দ্রিয়মনোবুদ্ধিমুনিৰ্ম্মোক্ষপরায়ণঃ । বিগতেচ্ছাভয়ক্রোধে যঃ সদা মুক্ত এব সঃ ॥ ২৮ ॥ যে মোক্ষপরায়ণ মুনি মন হইতে ( রূপরসাদি ) বাহ পিসন সকল বহিস্কৃত, নয়নদ্বয় ভ্ৰযুগলের মধ্যে সংস্থাপিত, লসি’র অভ্যস্তরচারী প্রাণ ও অপান-বৃত্তিকে সমভাবাপন্ন করিয়া, চন্দিয়মন বুদ্ধি বশীভূত এবং ইচ্ছ, ভয় ও ক্রোধ দূর-পরাহত কবিয়াছেন, তিনিই জীবন্মুক্ত । ২৭ ১৮ । ভোক্তারং যজ্ঞতপসাং সর্ববলোকমহেশ্বরম। সুহৃদং সৰ্ব্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি | ২৯ ॥ মানবগণ, আমাকে যজ্ঞ ও তপস্তার ভোক্ত এবং সকল লোকের মহেশ্বর ও স্বহৃৎ জানিয়া শাস্তি লাভ করেন । ২৯ । ইতি কৰ্ম্মসন্ন্যাসযোগোনাম পঞ্চমোহধ্যায় ।