পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६.१* শ্ৰীমদ্ভগবদগীতা । লশ্বর দেহাদি পদার্থ ভূত সকলকে অধিকার করিয়া থাকে ; এই নিনিত্ত উছাকে অধিভূত বলা যায়। স্বৰ্য্যমণ্ডলবর্তী বৈরাজ পুরুষ দেবতাদিগের অধিপতি বলিয়া তাঁহাকে অধিদৈবত বলা যায় ; আর আমিই এই দেহে যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতারূপে অবস্থান করিতেছি, এই নিমিত্ত অধিযজ্ঞ বলিয়া অভিহিত হইয়া থাকি । ৪ । অন্তকালে চ মামেব স্মরন্মুক্ত কলেবরম। যঃ প্রয়াতি স মস্তাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ ॥ ৫ { যিনি অস্তকালে আমাকে স্মরণ করিয়া কলেবর পরিত্যাগ পূৰ্ব্বক প্রয়াণ করেন, তিনি নিঃসন্দেহ আমার স্বরূপ প্রাপ্ত 夜研!@ 1 যং যং বাপি স্মরন ভাবং ত্যজত্যন্তে কলেবরম। তং তমেবৈতি কৌন্তেয় সদা তস্তাবভাবিতঃ ॥ ৬ ॥ যে ব্যক্তি একান্তমনে অস্তকালে যে যে বস্তু স্মরণ করিয়া দেহত্যাগ করে, সে সেই সেই বস্তুর স্বরূপ প্রাপ্ত হইয় থাকে । ৬ তস্মাৎ সৰ্ব্বেষু কালেষু মামনুস্মর যুধ্য চ। ময্যপিতমনোবুদ্ধির্মামেবৈষ্যস্তসংশয়ম ৷ ৭ ৷ অতএব সৰ্ব্বদা আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর ২ জামীতে মন এবং বুদ্ধি অর্পণ করিলে তুমি নিঃসন্দেহে আমাকেই পাইবে ৭ অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিন । পরমং পুরুষং দিব্যং যাতি পার্থ মুচিন্তয়ন ॥ ৮ ॥