পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় । ఫిహి SAAAAAAAS AAAAA AAAAMMMSMA SJSJSS - আব্রহ্মভুবনাল্লোকাঃ পুনরাবৰ্ত্তিনোহুজ্জন। মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে ॥ ১৬ ॥ হে অৰ্জুন ! প্রাণিগণ ব্রহ্মলোক অবধি সমুদয় লোক হইতেই পুনরায় প্রতিনিবৃত্ত হয়, কিন্তু আমাকে প্রাপ্ত হইলে আর জন্মগ্রহণ করিতে হয় ন; । ১৬ । সহস্ৰযুগপৰ্য্যন্তমহৰ্ষদ ব্রহ্মণো বিদু: | রাত্ৰিং যুগসহস্রান্তাং তেহুহোরাত্রবিদে জনাঃ ॥ ১৭ ৷ দৈব সহস্ৰযুগে ব্ৰহ্মার একদিন এবং ঐক্লপ সহস্ৰ যুগে এক রাত্রি হয় । যাহারা ইহা বিদিত হইয়াছেন, সেই সৰ্ব্বজ্ঞ ব্যক্তিরাই অহোরাত্রবেত্তা । ১৭ ৷ অব্যক্তাদ্ব্যক্তয়ঃ সর্ববাঃ প্রভবন্ত্যহরাগমে । রাত্র্যাগমে প্রলীয়স্তে তত্রৈবাব্যক্তসংজ্ঞকে ॥ ১৮ ॥ ব্ৰহ্মার দিবস আগত হইলে অব্যক্ত কারণ হইতে ব্যক্ত চরাচর ভূত সকল প্রাদুভূত হইয়া থাকে ; আয় রাত্রি উপস্থিত হইলে সেই কারণ রূপ অব্যক্ত পদার্থে সমস্ত বস্তু বিলীন হইয়া যায় । ১৮ । ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে । রাত্র্যাগমেহবশঃ পার্থ প্রভবত্যহরাগমে ॥ ১৯ ॥ সেই ভূত সমূহ ব্ৰহ্মার দিবসাগমে বারংবার জন্মগ্রহপ করিয়া রাত্রি সমাগমে বিলীন হয়, এবং পুনরায় দিবাসমাগমে কৰ্ম্মাদি পরতন্ত্র ও সমুৎপন্ন হইয়া পুনস্কার রাত্রি সমাগমে বিলীন হইয়। থাকে। ১৯ ।