পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w': শ্ৰীমদ্ভগবদগীতা । নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম। ত্যাগো হি পুরুষব্যাঘ্র ত্রিবিধঃ সম্প্রকীৰ্ত্তিতঃ ॥ ৪ ॥ হে ভরতশ্রেষ্ঠ পুরুষপ্রধান ! এক্ষণে তুমি প্রকৃত ত্যাগ fক রূপ তাহা শ্রবণ কর ; তামসাদি ভেদে ত্যাগ তিন প্রকার ৪। যজ্ঞদানতপঃ কৰ্ম্ম ন ত্যাজ্যং কার্য্যমেব তণ্ড । যজ্ঞে দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম ॥ ৫ ॥ যজ্ঞ, দান ও তপস্ত কদাচ ত্যাগ করা কৰ্ত্তব্য নহে ; ইহার অনুষ্ঠান করাই শ্রেয়ঙ্কর । এই কয়েকট কাৰ্য্য বিবেকীদিগের চিত্তশুদ্ধির কারণ । ৫ । এতান্তপি তু কৰ্ম্মাণি সঙ্গং ত্যক্ত ফলানি চ। কৰ্ত্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম ॥ ৬ ॥ হে পাৰ্থ ? অামার নিশ্চয় মত এই যে, আসক্তি ও কৰ্ম্মফল পরিত্যাগ করির, এই সমস্ত কাৰ্য্য অনুষ্ঠান করাই শ্রেয়ঃ ৷ ৬ ৷ নিয়তস্য তু সন্ন্যাসঃ কৰ্ম্মণে নোপপদ্যতে। মোহাত্তস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ ॥ ৭ ॥ নিত্য কৰ্ম্ম পরিত্যাগ কর। কৰ্ত্তব্য নহে, কিন্তু মোহবশতঃ ধে নিত্যকৰ্ম্ম ত্যাগ, তাহা তামস বলিয়া পরিকীৰ্ত্তিত হয় ৭ । দুঃখমিত্যেব যৎ কৰ্ম্ম কায়ক্লেশভয়াত্ত্যজেৎ । স কৃত্ব। রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেণ্ড ॥ ৮ ॥ মিভান্ত দুঃখজনক বলিয়া কায়ক্লেশ ও ভয় প্রযুক্ত যে কৰ্ম্ম