পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ আধ্যায় । தேதி পরিত্যাগ কর, তাহ রাজস ত্যাগ বলির অভিহিত হইয় থাকে রাজসত্যাগী পুরুষ ত্যাগলাভে সমর্থ হয় না । ৮ । কার্যামিত্যেব যৎকৰ্ম্ম নিয়তং ক্রিয়তেছগুল্গুন । ত্যক্ত, সঙ্গং ফলং চৈব স ত্যাগঃ সাত্ত্বিকো মতঃ ৯ হে অৰ্জ্জুন ! অসিক্তি ও কৰ্ম্মফল পরিত্যাগ করিয়া কৰ্ত্তব্য বোধে যে কার্য্যাকুষ্ঠান, তাছী সাত্ত্বিক ত্যাগ বলিয়া উক্ত হইয়া ఇt R | స | ন দ্বেষ্ট্যকুশলং কৰ্ম্ম কুশলে নানুষজ্জতে । ত্যাগী সত্ত্বসমবিষ্টো মেধাবী ছিন্নসংশয়ঃ ॥ ১০ ॥ সত্ত্ব গুণসম্পন্ন, মেধাবী ও সংশয়বিরহিত ত্যাগী ব্যক্তি ফুঃথাবস্থ বিষয়ে দ্বেব ও সুখাবহ বিষয়ে অঙ্কুরাগ প্রদর্শন করেন না । ১০ । নহি দেহভূত শক্যং ত্যক্তং কৰ্ম্মাণ্যশেষতঃ । যস্ত কৰ্ম্মফলত্যাগী স ত্যাগীত্যভিধীয়তে ॥ ১১ ॥ দেহী নিঃশেষে সমস্ত কার্য্য পরিত্যাগ করিতে সমর্থ হয় না ; কিন্তু যিনি কৰ্ম্মফলত্যাগী, তাহাকেই ত্যাগী বলা যাইতে পায়ে ॥১১ অনিষ্টমিষ্টং মিশ্রঞ্চ ত্ৰিবিধং কৰ্ম্মণ: ফলম। ভবত্যত্যাগিমাং প্রেত্য ন তু সন্ন্যাসিনাং কচিৎ ॥১২ কৰ্ম্মের ইঃ, অনিষ্ট, ইষ্টানিষ্ট এই ত্ৰিবিধ ফল অভিহিত হইয়া থাকে ; র্যtহারা ত্যাগী নন, তাহীয়া পরলোক প্রাপ্ত হইলে ঐ সমস্ত ফল লাভ করেন ; কিন্তু সন্ন্যাসীয় উন্থা লাভ করিতে কদাচ সমর্থ হন না । ১২ ৷