পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిట్టలో খ্ৰীমদ্ভগবদগীত । হে পার্থ ! যে বুদ্ধি দ্বারা ধৰ্ম্ম, অধৰ্ম্ম, কার্য্য ও অকার্য্য প্রকৃতরূপে অবগত হওয়া যায় না, তাহ রাজসী । ৩১ । অধৰ্ম্মং ধৰ্ম্মমিতি যা মন্ত্যতে তমসাবৃত ৷ সৰ্বব্যর্থন বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী ॥ ৩২ ৷ হে পাৰ্থ । যে বুদ্ধি অজ্ঞানান্ধ কারাচ্ছন্ন হইয়া অধৰ্ম্মকে ধৰ্ম্ম ও সমস্ত পদার্থ বিপরীতরূপে প্রতিপন্ন করে, তাহ তামসী । ৩২ ৷ ধৃত্যা যয়। ধারয়তে মনঃপ্রাণেন্দ্রিয়ক্রিয়াঃ । যোগেনাব্যভিচারিণ্যা ধৃতিঃ সা পার্থ সাত্ত্বিকী ॥ ৩৩ ৷ হে পার্থ ! যে ধৃতি চিত্ত্বের একাগ্র তা নিবন্ধন অন্ত বিষয় ধারণ না করিয়া, মন, প্রাণ ও ইন্দ্রিয়ের কার্য্য সদর ধারণ করে, তাহা সাত্ত্বি কী । ৩৩ । যয়া তু ধৰ্ম্মকামর্থনে ধৃত্য ধারয়তেই জর্জন । প্রসঙ্গেন ফল কাঙক্ষী ধৃতিঃ সা পার্থ রাজসী ॥ ৩৪ ॥ হে পার্থ ! হে অৰ্জ্জুন ! যে ধৃতি প্রসঙ্গতঃ ফল লাভের অভি সন্ধি করিয়া ধৰ্ম্ম, অর্থ ও ক ম ধারণ করিয়া থাকে, তাহ রাজসী । ৩৪ । যয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ। ন বিমুঞ্চতি দুৰ্ম্মেধা ধৃতিঃ সা পার্থ তামসী ॥ ৩৫ ৷ হে পাৰ্থ । অবিবেচক পুরুষ যাহার প্রভাবে স্বপ্ন, ভয়, শোক, বিষাদ ও গৰ্ব্ব পরিত্যাগ করিতে পারে না, তাহাই তামসিক ধৈর্য্য । ৩৫ ৷