পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । እSÖ তখন কেশরী করি মহানাদ —করিল পূরিত পৃথিবী, আকাশ, আর দিক দশ ; —মাতঙ্গ-মন্তত যাহে বিদূরিত। ২১ উঠি লম্ফ দিয়া করিলা কালিকা করেতে তাড়িত— আকাশ-অবনি ; · যত পূৰ্ব্ব-ধ্বনি —নিনাদে তাহার হল তিরোহিত। ২২ অতি অমঙ্গল ঘোর অট্টহাস হাদে শিবদূতী,— সে শব্দে ত্ৰাসিত হল দৈত্য যত, --হল মহাকুদ্ধ শুম্ভ দৈত্যপতি। ২৩ “তিষ্ঠ—তিষ্ঠ, দুরায়ন্‌!” কছিলেন অশ্বিকা যখনি, আকাশ-সংস্থিত, সুর গণ যত, জয়-জয়-ধ্বনি করিলা তখনি। ২৪ আসি শুম্ভ-নিক্ষেপিল যেই শক্তি দীপ্তি ভয়ঙ্কর,— বন্ত্রি-পুঞ্জ-ভাতি ধাবিত সে শক্তি, ‘মহোল্কা’তে দেবী করিলা নিবার । ২৫