পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ মার্কণ্ডেয় শর-বরিষণে, শস্ত্র খরশানে, অস্ত্রে আর অতি নিদারুণ, তাদের মাঝার হইল আবার সৰ্ব্ব - লোক - ভয়ঙ্কর-রণ । ১১ অম্বিকা তখন, করিলা ক্ষেপণ, শত শত দিব্য-অস্ত্র-জাল ; দৈত্যেন্দ্র তাহারি প্রতিরোধ-কারী প্রহরণে ভাঙ্গে সে সকল । ১২ সে দৈত্য-নিক্ষিপ্ত যত দিব্য অস্ত্র, ভাঙ্গিলেন পরম - ঈশ্বরী— লীলা-ছল করি, ভৈরব-হুঙ্কারি, —অষ্ট্র - অট্ট-নিনাদ উচ্চারি। ১৩ বর্ষি শত শর, সে মহা অসুর, আচ্ছাদিল দেবীরে তখন ; সে দেবীও তবে, ছেদিলেন কোপে, শরজালে তার শরাসন । ১৪ ছিন্ন শরাসন— দৈত্যেন্দ্র তথন শক্তি -অস্ত্র করিল গ্রহণ, চক্রেতে আঘাতি, করস্থিত শক্তি, তবে দেবী করিলা ছেদন। ১৫