পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ob" মার্কণ্ডেয় অনন্ত - প্রভাব • ময়ী বৈষ্ণবী-শকতি তুমি, হও বিশ্ব - বীজ, পরা - মায়া - স্বরূপিণী— মোহিত এ সব যাহে ; হে দেবি ! প্রসন্না হলে, হও ভব-ধামে মুক্তি - কারণ আপনি। ৫ সৰ্ব্ব বিদ্যা হয়, দেবি। বিভিন্ন রূপ তোমারি, তব অংশ-ভূত হয় ভবে নারী সবে ; মাতৃ-রূপে ব্যাপ্ত এক তুমি—হও স্তব্য-শ্রেষ্ঠ, পর উক্তি আছে কিবা—কি স্তুতি সন্তবে ? ৬ তুমিই যখন সৰ্ব্ব-স্বরূপিণী, করিলে তোমার স্তুতি—দেবী তুমি হও স্বৰ্গ আর মুক্তি-প্রদায়িনী ;– স্তুতি-তরে কিবা আছে মহা বাণী ? ৭ সকল জীবের হৃদয় মাঝারে আছ অধিষ্ঠিত বুদ্ধি-রূপে তুমি ; তুমিই প্রদান স্বৰ্গ-মোক্ষ-ফল,— প্রণমি তোমায়—দেবি ! নারায়ণি! ৮ কলা-কাষ্ঠ-আদি কাল-স্বরূপেতে হও পরিণাম - প্রদায়িনী তুমি ; তুমি হও শক্তি বিশ্ব ধ্বংস-কারী,— প্রণমি তোমায়-দেবি ! নারায়ণি । ৯