পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ মার্কণ্ডেয় মাত: ত্রিনয়ন-বিভূষিত এই অতি মনোহর বদন তোমার, সৰ্ব্ব-ভূত হতে রক্ষুক মোদের ;– কাত্যায়নি ! তোমা করি নমস্কার। ২৫ সৰ্ব্ব-দৈত্য-নাশী অতি ভয়ঙ্কর ভীম - দীপ্তিময় ত্ৰিশূল তোমার, ভয় হতে মাগো রক্ষুক মোদের ;– ভদ্রকালি ! তোমা করি নমস্কার। ২৬ যে ঘণ্টা-নিৰ্ঘোষ ব্যাপিয়া ভুবন দৈত্য - কুল - তেজ করিল হরণ, পাপ হতে তাহ রক্ষুক মোদের— পুত্রে যথা পিতা করয়ে রক্ষণ। ২৭ দৈত্য-রক্ত-মেদ-পঙ্কেতে চর্চিত কিরণ - প্রদীপ্ত কৃপাণ তোমার, করুকু, চণ্ডিকে ! মঙ্গল বিধান ;– আমরা তোমারে করি নমস্কার। ২৮ छूटे छूमि इ७ एनि বিনাশ অশেষ ব্যাধি, সকল অভীষ্ট - কাম নাশ রুষ্ট হয়ে ; তোমার আশ্রিত নরে বিপদ কভুনা ধরে, আশ্রয় লভয়ে জীব তোমারি আশ্রয়ে । ২৯