পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । ন। রবে তাদের পাপ কিছু— পাপ-হেতু আর আপদ না রবে, না হইবে দরিদ্রতা কভু, বান্ধব-বিয়োগ কিম্বা নাহি হবে । ৫ বৈরী-ভয় নাহি রবে তার, নাহি রবে ভয় রাজা-দম্য-হতে, না রহিবে ভয় কদাচিৎ সলিল - অনল - আয়ুধ - হইতে। ৬ এই হেতু সদা এক-চিতে করিবে শ্রবণ অথবা পঠন, এ মোর মাহাত্ম্য ভক্তিভরে,— যে হেতু द्देशहे भश-श्रृंखाञ्चन ।। १ উপসর্গ অশেষ - প্রকার— মহামারী হতে যাহা সমুদ্ভুত, সেইরূপ উৎপাত ত্রিবিধ,— এ মম মাহাক্স্যে হয় প্রশমিত । ৮ যে আলয়ে এ মাহাত্ম্য মম হয় প্রতিদিন সম্যক পঠিত, নাহি আমি ত্যজি সে ভবন, সেই স্থানে আমি সদা বিরাজিত। ৯ >>సి