পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী | J) অশ্ব আরোহণে, গহন কাননে, করিলা এক গমন । ৯ হেরিলা নৃমনি, তথা দ্বিজাগ্রণী মেধস মুনি আশ্রম ; মুনি-শিষ্য-শোভা, প্রশান্ত শ্বাপদে পূর্ণ সেই তপোবন। ১• সে ঋষি-আশ্রমে ঋষি - সন্নিধানে হয়ে অতি সমাদৃত, স্তথা কিছুকাল করি অবস্থান, ভ্ৰমিতেন ইতস্তত: | ১১ নৃপ সেথা পরে, লাগিল চিন্তিতে, মমতা - মোহিত- চিত ;--১২ পূৰ্ব্ব-বংশ মম যে পুরী পালিত, হল আমা-হীন ছায় ! সে সব চুবৃন্ত যত মম ভৃত্য, ধৰ্ম্মতঃ পালে কি তায় ? ১৩ “সদা মৃদম্রাবী সেই সুপ্রধান শূর - হস্তীটি আমার,— না জানি এখন, বৈরী-বশে গিয়া, কি ভোগ হতেছে তার! ১৪