পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । যেই স্তব করিলে তোমরা, করিলা যে স্তব ব্রহ্মর্ষি সংহতি, যেই স্তব করিলা বিধাতা, —সেই সব স্তবে দেয় শুভমতি । ২৫ দমু্যদলে বেষ্টিলে প্রান্তরে, অরণ্যে বেষ্টিত হলে দাবানলে, অথবা নির্জন শূন্তস্থানে হইলে আক্রান্ত আরাতির দলে,-২৬ সিংহ-ব্যাঘ্র পশ্চাৎ ধাইলে, ধাইলে বা বনে বনহস্তী-দলে, বধ্য হলে ক্রুদ্ধ রাজাদেশে, অথবা হইলে আবদ্ধ শৃঙ্খলে, - ২৭ রহি পোতে মহার্ণব-মাঝে বিঘুর্ণিত হলে প্রভঞ্জন বলে, কিম্বা কভু অতি নিদারুণ ংগ্রাম-সময়ে শস্ত্র-পাত-কালে, ১৮ ঘোরতর সর্ব বিঘ্ন-কালে হইলে ব্যথিত বেদনা-পীড়নে,-- হয় নর বিমুক্ত সঙ্কটে, --আমার এ হেন মাহাত্ম্য-স্মরণে ॥ ১৯ ১২৩