পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য । Ꮌ©© অনন্ত শয়নে ছিলেন যখন যোগ - নিদ্রাতে মগন ;– বিকট তখন, অমর দুজন, —‘মধু ও কৈটভ খ্যাত, বিষ্ণু-কর্ণ-মলে জন্মি সমুদ্যত ব্ৰহ্মারে করিতে হত।” ব্ৰহ্মা নিরুপায়। হরি তখন যোগ-নিদ্রা-মগ্ন। সে যোগনিদ্র হরিকে ত্যাগ না করিলে, হরি জাগিবেন না। ব্রহ্মা কেবল স্থষ্টি করেন,—পালন বা সংহার-শক্তি র্তাহার নাই। হরি বা বিষ্ণুই জগতের পালয়িতা –তিনিই জগৎ রক্ষার্থে আমুর সংহার করেন। হরি নিদ্রোখিত হইলে, তিনি এই দুই আমুর বিনাশ করিয়া ব্ৰহ্মাকে রক্ষা করিবেন। এইজন্য ব্ৰহ্মা-- "হরিরে জাগাতে একাগ্র-হৃদয়ে, হরি - নেত্ৰ - নিবাসিনী সে যোগনিদ্রারে, স্তবে তুষ্ট করে, স্থিতি - লয় - কী যিনি।” তখন ব্ৰহ্মার স্তবে তুষ্ট হইয়া নিদ্রা-রূপা তামসী দেবী— "হরির নয়ন হৃদয় – আনন বাস্থ - বক্ষ - নাসা হতে - হয়ে আবিভূতি, রহিলা—অযোনি ব্ৰহ্মার দর্শন - পথে ।”