পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भांशंज्रा । እ¢ፃ 镰 憐 肇 তবে সৰ্ব্ব - দেব - দেহ - জাত, সেই তেজ - পুঞ্জ - নিরুপম মিলি – পরিণত নারী - রূপে, —রূপালোকে ব্যাপিত্রিভুবন।” এক. এক দেবতার নিঃস্থত তেজ হইতে, সেই দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হইয়াছিল। সেই সৰ্ব্বদেব শক্তি-সমুদ্ভূত দেবীকে, তখন দেবগণ নিজ নিজ অস্ত্রাদি প্রদান করিলেন। এইরূপে সেই দেবী মহামায়ার দ্বিতীয়বার উৎপত্তি হইয়াছিল। এই দেবী— সকল দেবতার একীভূত শক্তিমাত্র। দেবগণের শক্তি পৃথক নহে—তাহা এক। পৃথক্ ভাবে দেবগণের শক্তি ধারণা করা কর্তব্য নহে। চওঁতে দেখান হইয়াছে যে, সেরূপ পৃথক্ভূত শক্তির কোন বিশেষ সামর্থ্য নাই। তাহাতেই দেবগণ পৃথক্ভাবে অমুর জয় করিতে পারেন নাই। যখন তাহদের শক্তি একীভূত হইল, তখনই তাহ অসুর-বিনাশ-সামর্থ্য সম্পন্ন হইয়াছিল। দেবগণের মহৎ বল একই--"মহৎ দেবানাং অমুরত্বং একং” —শ্ৰুতি-উক্ত এই মহা সত্য (১) এস্থলে বোধ হয় রূপকে বুঝাইয়া দেওয়া হইয়াছে। शश श्डेक,cगरे cझशै ७ हेक्लर्थ गथ्रङ्ङ श्हेब्र उच्चकब्र निनाम করিলেন । তাহাতে ত্রিলোক স্তম্ভিত হইল। মহিষাসুর সেই (১) ঋকবেদের তৃতীয় মণ্ডলের ৫৫ হুক্ত স্রষ্টব্য। এই হুক্তে ২২টা খুক আছে। প্রত্যেক ঋকের শেষে আছে—“মহৎ দেবালাং অস্বরত্বং একং ” এই তত্ত্বই এই সুক্তে বুঝান হইয়াছে। > 8