পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । কহিলেন মার্কণ্ডেয়—৩২ তবে, ওহে দ্বিজ ! সে বৈশু সমাধি, আর সেই নৃপবর,— মিলিয়া উভয়ে, সে মুনি সকাশে উপজিলা অতঃপর। ৩৩ বিহিত বিধানে, উভয়ে মুনিরে করি যোগ্য - সম্ভাষণ,--- বসিয়া তখন, লৈশু ও রাজন করে এই নিবেদন। ৩৪ কহিলা নৃপতি—৩৫ ইচ্ছি, ভগবন্‌! জিজ্ঞাসিতে আমি, কহ তাহ সুনিশ্চয়— কেন বিনা নিজ চিন্তু - আয়ত্তত, দুঃখে মন মগ্ন হয় ! ৩৬ জানিয়াও তত্ত্ব, অজ্ঞানীর মত, হতেছে মমতা মম,— রাজ্যে—আর তার নিখিল বিভাগে, কি হেতু, মুনি সত্তম ? ৩৭ ইনিও তাড়িত,— ভূত্য-ভাৰ্য্যা-সুতে হয়েছেন নিগৃহীত ;--