পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ চণ্ডী বিষ্ণুমায়া দেবীর স্তব করিতে আরম্ভ করিলেন। দেবী তখন হিমাচল ক্লন্ত পাৰ্ব্বতী রূপে হিমালয়ে বাস করিতেছিলেন। যখন অমর-মণ্ডলী স্তব করিতেছিলেন ; “তখন স্নানেতে জাহ্লবী-জলেতে যেতেছিল দেবী পাৰ্ব্বতী।” সেই পাৰ্ব্বতী-রূপে দেবী দেবতাদের সেই স্তব বুঝিতে পারিলেন না –কেন না, তখন তাহার সেই মূৰ্ত্তি সাধারণ নারীমূৰ্ত্তি। তিনি জিজ্ঞাসা করিলেন— - “কর স্তুতি সবে কাহারে ?” কিন্তু এই কথা বলিতে বলিতে—

  • ৰ্তার দেহ-কোষ হইতে সন্তবি,

দেবী ‘শিবা তবে উত্তরে।” এইরূপে পাৰ্ব্বতীর দেহকোষ হইতে দেবী ‘শিবা আবির্ভূত হইলেন। প্রতি জীবের অন্তরেই দেবী বিরাজিতা। সকল জীবই ব্ৰহ্ম। কিন্তু তিনি জীবরূপে পঞ্চ-কোষে আবৃত। সেই আবরণ দূর করিতে পারিলে—সেই কোষ মধ্যে প্রবেশ করিতে পারিলে, প্রত্যেক জীব-অন্তরেই আমরা সেই ব্ৰহ্মময়ী দেবীকে দেখিতে পাই । যাহা হউক, এস্থলে পাৰ্ব্বতীর দেহ-কোধ হইতে, দেবীর বিশেষ আবির্ভাব হইয়াছিল। এইজন্য এই শিব-দেবী অম্বিকা— 'কৌষিকী নামে আখ্যাত হইয়াছিলেন। ইহাই ‘গৌরী-আকার করি ধারণ দেবীর উদ্ভব । যখন পাৰ্ব্বতীর দেহকোষ হইতে এইরূপে কৌষিকীর আবির্ভাব হইল, তখন পাৰ্ব্বতী কালী হইয় গেলেন। S AM MMTASAMAAA AAAASASASS