পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ ჯ8 চণ্ডী এই কথা শুনিয়া, দৈত্যপতি গুস্ত সুগ্ৰীবকে দূত করিয়৷ অম্বিকার নিকট পঠাইয়া দিলেন ; বলিলেন— “যাহে প্রতি-ভরে আসে সে রমণী, —করহ তা'তুমি অচিরে।” তখন সুগ্ৰীব গিয়া, দেবীকে দৈত্যপতি শুম্ভের কথা জানাইল। দেবী গুস্ত-বাক্য শ্রবণ করিয়া বলিলেন যে, তিনি না বুঝিয়া পূৰ্ব্বে এই প্রতিজ্ঞা করিয়াছেন— “যে করিবে চুৰ্ণ বল দৰ্প মম, —যে মোরে জিনিৰে সমরে, জগতে যে মোর বলে তুল্য বলী, —বরিব পতিত্বে তাহারে ।” মুতরাং দৈত্যেশ্বর গুস্ত র্তাহাকে রণে জয় করিয়৷ পাণি-গ্ৰহণ করুন,—সুগ্ৰীবের নিকটে এই কথা শুনিয়া, শুম্ভের ক্রোধ হইল। তখন তিনি সেনাধ্যক্ষ ধূম্রলোচনকে আদেশ করিলেন— “ত্বরা তুমি, হে ধূম্রলোচন! বেষ্টিত হইয়া সৈন্যগণ, কেশ আকৰ্ষিয়ে বিহবল করিয়ে कब्र झूठे वाल श्रांनग्रन ” ধূম্রলোচন শুম্ভ-আজ্ঞা পাইয়া, যাইট হাজার সৈন্ত লইয়। দেবীকে ধরিয়া আনিতে গেল। কিন্তু শেষে—

  • যেন হুহুঙ্কারে, সে অম্বিকা তারে, ভস্মীভূত করিলা তখন।” আর দেবীর বাহন সিংহ—