পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য। SV% নারসিংহী, ঐন্দ্রী—এই সমস্ত দেব-শক্তি পরিবৃত হইয়া স্বয়ং শঙ্কর সেখানে উপস্থিত হইলেন ; এবং অম্বিকাকে কহিলেন, আমার প্রতির জন্য এই সকল অমুর নাশ কর। তখন দেবীর দেহ হইতে অতি ভয়ঙ্করী চওঁীক-শক্তি নিষ্ক্রাস্ত হইল। ইনি সেই সময়ে শিবকে দূত করিয়া দৈত্যরাজ গুম্ভের নিকট পাঠাইয়৷ ছিলেন বলিয়, ইহঁার নাম হইল শিবদূতী। উক্ত সাত দেব-শক্তি, আর এই চওঁীক-শক্তি শিবদূতী, এই আট শক্তিই—আমাদের অষ্টমাতৃকা । এই মাতৃকাগণের সহিত অমুর-সৈন্তের ঘোরতর সমর বঁধিল । অসুর সৈন্ত দলে দলে বিনষ্ট হইতে লাগিল। তখন— "কুদ্ধ মাতৃগণ, এরূপে মন্থন, করে নানা মতে অসুর-দল ; তা দেখি তখন, করে পলায়ন, যতেক দানব-সৈনিক-বল । পলায়ন-রত, হয়ে বিমদিত মাতৃগপ-করে দানব সব, হেরি ক্রোধভরে, আইল সমরে, রক্তবীজ নামে মহা দানব।” রক্তবীজ বড় দুৰ্দ্ধান্ত ভয়ঙ্কর-অমর। সে বড় মায়াবী। তাহার এক বিন্দু রক্ত মাটিতে পড়িলে, তখনই আমনই তাহার সদৃশ আর এক রক্তবীজ উৎপন্ন হয়। স্বতরাং মাতৃগণ কিছুতেই এই মাঞ্জাবী মহামুরকে পরাস্ত করিতে পারিলেন না। তখন“সেই সুরগণ, বিষাদে মগন, হেরিয়া চণ্ডীক ত্বরা তখন,