পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য। Xb-9 হে অনন্ত-বীৰ্য্যময়ি ! বারি-রূপে করি স্থিতি তুমিই এ সব লোক কর আপ্যায়িত । অনন্ত-প্রভাব-ময়ী বৈষ্ণবী-শকতি তুমি, হও বিশ্ব - বীজ, পর - মায় - স্বরূপিণী— মোহিত এ সব যাহে ; হে দেবি ! প্রসন্না হলে, হও ভব - ধামে মুক্তি - কারণ আপনি । সৰ্ব্ব বিদ্যা হয়, দেবি ! বিভিন্ন রূপ তোমারি, তব অংশ - ভূত হয় ভৰে নারী সবে ; ৷ মাতৃ-রূপে ব্যাপ্ত এক তুমি হও স্তব্য-শ্রেষ্টা, পরাউক্তি আছেকিবা-কি স্তুতি সম্ভবে? 特 攀 # 蠟 弗 發 弗 崇 কলা-কাষ্ঠ-আদি কাল-স্বরূপেতে হও পরিণাম - প্রদায়িনী তুমি ; তুমি হও শক্তি বিশ্ব ধ্বংস-কার,— প্রণমি তোমায়—দেবি ! নারায়ণ!” যাহ। হউক, আমরা এস্থলে যতদূর দেখিতে পাইলাম, তাহ হইতে আমরা বুঝিতে পারি যে, চণ্ডীর মাহামায়া যিনি—তিনিই দোন্তের মায়, আর সাংখ্যের মূল-প্রকৃতি। তবে এই মায় বা প্রকৃতির সহিত, চণ্ডী-উক্ত শক্তির বিশেষ পার্থক্য আছে বেদান্তের মায়া সদসদাত্মিক—জ্ঞানীর নিকটে তাহা পরিত্যজ্য আর সাংখ্যের প্রকৃতি—জড় ; মুক্তি—কামীকে প্রকৃতির স্বরূপ জানিয়া, তাহা পরিহার করিবার জন্ত সাধনা করিতে হয় ।