পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ মার্কণ্ডেয় বিষ্ণু-নাভি-পদ্মে, থাকি অবস্থিত, সেই ব্ৰহ্মা প্রজাপতি,— নিরধি সুষুপ্ত বিষ্ণু জনাৰ্দ্দনে, আর দৈত্যে উগ্র অতি,–৬১ চরিরে জাগাতে একাগ্র হৃদয়ে, হরি - নেত্র - নিবাসিনী সে যোগ-নিদ্রারে, স্তবে তুষ্ট করে, স্থিতি-লয়-করী যিনি ;–৬২ যিনি জগদ্ধাত্রী— বিশ্বের ঈশ্বরী, যিনি নিরুপমা অতি, বিষ্ণু তেজোময়— র্তারি নিদ্রা যিনি, যিনি দেবী ভগবতী। ৬৩ ব্ৰহ্মা করিলেন স্তুতি—৬৪ তুমি মন্ত্র স্বাহ, স্বধী, বর্ষটুকার ; তুমি নিত্য স্বর রূপে ; তুমি মৃধাময়ী, অক্ষরের মাকে বিরাজ ত্রিমাত্রা-রূপে । ৬৫ অৰ্দ্ধমাত্রা—নহে পূর্ণ - উচ্চারিত, বিরাজ তাহে নিয়ত ; তুমিই সে দেবী পরম জননী, গায়ত্রী-রূপেতে স্থিত। ৬৬