পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । রতন - মুকুট মনোহর, আর দিলা বলয়-কুণ্ডল ; ২৫ দিইলা কেয়ূৰ্ব সৰ্ব্ব ভূজে, অৰ্দ্ধচন্দ্র শুভ্ৰ আভাময়, নুপুর - যুগল সুবিমল, কণ্ঠভূষা শ্রেষ্ঠ অতিশয় ; দিলা আর অঙ্গুলি নিকরে অঙ্গুরী - নিচয় রত্নময়। ২৬ বিশ্বকৰ্ম্ম আপিলা তাহারে পরশু নিৰ্ম্মল অতিশয়, নানারূপ কতবা আয়ুধ সহ আর কবচ অক্ষয়। ২৭ অৰ্পিলেন জলনিধি র্তারে, শিরে আর উরসে তাহার— শোভাময় শতদল আর চির-ফুল্ল কমলের হার। ২৮ হিমবান্‌ দিলা রত্ন কত, আর দিলা কেশরী বাহন ; ধনাধিপ স্বরায় পূরিত পান-পত্ৰ করিলা অৰ্পণ । ২৯ ২৩