পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় হল ছিন্ন ভুজাবলি কার, কার গ্রীব হইল ছেদিত ; হইল পাতিত কার শির, কটি কার হল বিদারিত। ৬০ ছিন্ন - উরু কত মহামুর ক্ষিতি-তলে হইল পতিত ; এক বাহু নেত্র পদ কার, দেবী-হস্তে হল দ্বিখণ্ডিত ॥ ৬১ ছিন্ন-শির তথাপি কেহব, পড়ি পুনঃ করয়ে উত্থান ; কবন্ধের যুঝে দেবী সনে, ধরিয়া ভীষণ প্রহরণ ; কেহ রণে তুরী-ধ্বনি সনে, তাল-লয়ে করিল নৰ্ত্তন। ৬২। ৬৩ ছিন্ন - শির কবন্ধ - নিকর— অল্প কত মহা সুর-অরি, "তিষ্ঠ তিষ্ঠ কহিল দেবীরে— খড়গ-শক্তি-ঋষ্টি করে ধরি। ৬৪ যেথা হল সেই মহারণ— পড়ি সেথা অমুরের দল,