পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । ○> আর পড়ি অশ্ব-গজ-রথ, —অগম্য করিল মহীতল। ৬৫ সেথায় অসুর-সেনা-মাঝে, গজ - বাজি-অসুর-শোণিত সদ্য ছুটি বহিল যে স্রোত, --মহানদী হল প্রবাহিত । ৬৬ তৃণ- কাঠ - রাশি ভস্মীভূত ক্ষণে যথা করে হুতাশন, নিমেষে অমুর মহাচমূ করিলেন অম্বিক নিধন । ৬৭ সে কেশরী কম্পিত-কেশর মহাঘোর করিয়া গৰ্জ্জন, অমর - আরাতি - দেহ হতে প্রাণ যেন করে বিমোচন । ৬৮ এরূপে প্রমথ দেবী-সেন। করিল অসুর সনে রণ, হয়ে তাহে তুষ্ট দেবগণ নভে করে পুষ্প বরিষণ। ৬৯