পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । তখনি সে দেবী কাটিলা তাহার १छ् जांब्र श्लखं स्रठि भश्ांम्, ছিন্ন - শরাসন হইলে অসুর, বিধিলা শরীরে কতই বাণ । ৫ হত - তুরঙ্গম, ছিন্ন - শরাসন, হয়ে রথহীন হত - সারথি, সে অস্কর তবে খড়গ-চৰ্ম্ম ধরি হইল ধাবিত দেবীর প্রতি। ৬ অতি তীক্ষ-ধার কৃপাণের ধীরে কেশরীর শিরে আঘাতি আর, দেবী অম্বিকারে— বাম করোপরে অতি বেগভরে করে প্রহার। ৭ লাগি ভূজে সেই, হে নৃপ নন্দন! ভাঙ্গিয়া পড়িল কৃপাণ - মূল, হইয়া ক্রোধেতে অরুণ - লোচন তবে সে গ্রহণ করিল শূল। ৮ দেবী ভদ্রকালি প্রতি সেই শূল করিল, নিক্ষেপ অমুর তবে,— তেজের প্রভাবে প্রজ্জ্বলিত অতি, ভাস্কর মণ্ডল যেরূপ নভে । ৯ NA)