পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ মাহাত্ম্য। চণ্ডিকায় নমস্কার। دساتيجته مجمع عبحيحدد কহিলেন ঋষি ১ সে দুরাত্মা মহাবল দৈত্য হলে হত দেবী-বলে--সহ মুর - অরি - সেনা যত, ইন্দ্র আদি দেবগণে, তোমে তীরে এ বচনে, গ্রীবা-অংস করি নত হইয়া প্রণত,— হরযেতে চারু দেহ পুলক স্ফরিত । ২ নিজ শক্তি-বলে যিনি ব্যাপ্ত এজগতে, মূৰ্বি যার সৰ্ব্ব-দেব-শক্তি-সমষ্টিতে, দেবতা মহর্ষি সব, করে র্যার পূজা স্তন, নমি ভক্তি-ভরে সেই দেবী অম্বিকায় ;-– করুন মঙ্গল তিনি মোদের সবায় । ৩ র্যাচার প্রভাব আর বল অনুপম - ব্ৰহ্মা হর আর সে অনন্ত ভগবান, কন্তু মাহ৷ বর্ণিবারে, নাহিক শকতি ধরে ; অশুভ-ভয় নাশিতে-পালিতে জগন্ত, যেন সে চণ্ডিকা মতি করেন সতত।। ৪