পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । 8& তুমি, দুর্গে। দুঃখ-ভয়-দারিদ্র্য-হারিণী, স্মরিলে—অশেষ-প্রাণী-ভীতিনিবারিণী ; ভয়-হীন স্মরে যদি, দাও অতি শুভ-মতি ; সবাকার উপকার করিবার তরে, নিত্য-দয়াবতী আর কে আছে অপরে ? ১৭ ইহাদের নাশে সুখ লভিল ভুবন ; চির - নরকের হেতু পাপ - আচরণ যেন তারা নাহি করে, মরণ লভি সমরে করুকৃ প্রয়াণ স্বর্গে,—এ ভাবি নিশ্চয় বধিলে অহিত-কারী অরাতি-নিচয়। ১৮ দৃষ্টিমাত্রে তুমি, দেবি ! অমুরের দলে, একেবারে ভক্ষ্মীভূত কেন না করিলে ? অরি প্রতি অস্ত্র যেই, করিলে নিক্ষেপ এই, যাবে বলি দিব্য-লোকে হয়ে শস্ত্র-পূত ;-- অরি প্রতি হেন মতি অতি সাধুচিত। ১৯ ভীম-থঙ্গ-বিশ্বরিত-তেজের প্রভায়, কিম্বা শূল - ফলকের দীপ্তির ছটায়, অসুরের আঁথি যত হল না যে দৃষ্টি হত, সে কেবল নিরথিয়া অতি অনুপম তোমার বদন - অংশু ইন্দু-খণ্ড সম । ২০