পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 মার্কণ্ডেয় কহিলেন ঋষি—১১৫ এই বাক্য শেষে— কহিলা গম্ভীরে অন্তরে হাসিয়া তখনি, ভদ্র ভগবতী সেই দুর্গ দেবী —যিনি এ জগত্ - ধারিণী। ১১৬ কহিলেন দেবী—১১৭ সত্য এই কথা— মিথ্যা নহে কিছু যা কিছু কহিল আপনি,— ত্ৰিভুবন - পতি হন শুম্ভ সেই —নিশুম্ভ ও হন তেমনি। ১১৮ কিন্তু এ বিষয়ে প্রতিজ্ঞ যা মম, মিথ্যা তা করিব কেমনে ? শুন লে প্রতিজ্ঞা— করেছিনু যাহা পূৰ্ব্বে অল্প- বুদ্ধি - কারণে ;–১১৯ যে করিবে চূর্ণ বল - দর্প মম, —যে মোরে জিনিবে সমরে, জগতে যে মোর বলে তুল্য-বলী, —বরিব পতিত্বে - তাহারে। ১২৯