পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী। এইরূপে বলে মোরে লয়ে গেলে, কি করিব তাহার বিহিত ? ১১ কহিলেন ঋষি—১২ ইহা শুনি সে ধূম্রলোচন, দেবী প্রতি করিল ধাবন ;– যেন হুহুঙ্কারে, সে অম্বিক তারে, ভস্মীভূত করিলা তখন। ১৩ ক্রুদ্ধ দৈত্য-মহা-সেনাগণ, অম্বিকায় লক্ষিয় তখন, শকতি - কুঠার তীক্ষ শর আর কত তবে করে বরিষণ। ১৪ কোপে কাপে কেশর তখন পশিল সে বলে, দৈত্য-সেনা-দলে, অতি ভীম করিয়া গর্জন । ১৫ কোন দৈত্যেকরের প্রহারে, তুণ্ডা-ঘাতে অপর কাহারে, করিল নিহত, অন্ত আর কত মহাসুরে আক্ৰমি অধরে । ১৬ ৬৯