পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ 8 আদ্য খণ্ড মারে করাও তুমি এই চাহি দান ৷ বলেন ঈশ্বরপুরী শুনহ পণ্ডিত। তুমিত ঈশ্বর অংশ জানিমু নিশ্চিত। যে তোমার পাণ্ডিত্য যে চরিত্র তোমার । এহ কি ঈশ্বর অংশ বহি হয় তার ॥ যেন আমি শুভ স্বপ্ন আজি দেখিলাম। সাক্ষাতে তাহার ফল এই পাইলাম । সত্য কহি পণ্ডিত তোমার দরশনে। পরম আনন্দ সুখ পাই সৰ্ব্বক্ষণে ॥ যদবধি তোমায় দেখিয়াছি নদিয়ায়। তদবধি চিত্তে আর কিছু নাহি ভায় । সত্য এই কহি ইথে কিছু অন্য নাই। কৃষ্ণদরশন মুখ তোমা দেখি পাই। শুনি প্রিয় ঈশ্বরপুরীর সত্য বাক্য । হাসিয়া বলেন প্রভু তোমার বড় ভাগ্য। এইমত কতো আর কৌতুক সম্ভাষ। যত হৈল তাহা বর্ণিবেন বেদ ব্যাস। তবে প্রভু তান স্থানে অনুমতি লইয়া। তীর্থ শ্রদ্ধ করিবারে বসিলা আসিয়া । ফন্তু তীর্থে করি বালুকার পিণ্ডদান। তবে গেল৷ গিরি শৃঙ্গে প্রেত গয়া স্থান। প্রেত গয়ায় শ্রাদ্ধ করি শ্ৰীশচীনন্দন। দক্ষিণায়ে বাক্যে তুষিলেন বিপ্রপণ। তবেত উদ্ধারি পিতৃগণ সন্তপিয়া। দক্ষিণ মানসে চলিলেন হর্ষ হঞ। তবে চলিলেন প্রভু শ্রীরাম গয়ায়। রাম অবতারে শ্রাদ্ধ করিলা যথায় ॥ এই অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি। তবে যুধিষ্ঠিরগয়া গেল। গৌরহরি। পূৰ্ব্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন যথায় । সেই প্রীতে তথা শ্রাদ্ধ কৈলা গেীর রায় । চতুর্দি গে প্রভুরে বেড়িয়া বিপ্রগণ। পড়ায়েন বেদ বাক্য বিধি আচরণ ॥ শ্রাদ্ধ করি প্রভু পিণ্ড ফেলে যেই জলে। গয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গেলে । দখিয়া হ৷ সেন প্রভু শ্ৰীশচী নন্দন। সে সব বিপ্রের যত খণ্ডিল বন্ধন । উত্তম মানসে প্রভু পিণ্ডদান করি। ভীম গয়া করিলেন গৌরাঙ্গ শ্ৰীহরি ॥ শিব গয়া ব্রহ্ম গয়৷ আদি যত আছে। সব করি ষোড়শ গয়ায় গেল। পাছে। ষোড়শ গয়ায় প্রভু ষোড়শী করিয়া । সভারে দিলেন পিণ্ড রূপাযুক্ত হৈয়া। তবে মহাপ্রভু ব্ৰহ্মকুণ্ডে করি স্নান। গয়াশীরে আসিয়া করিল পিণ্ডদান। দিব্যমাল্য চন্দন গ্রহস্তে প্ৰভু লৈয়। বিষ্ণুপদচিহ্ন পূজিলেন হৃষ্ট হৈয়৷ এইমত সৰ্ব্ব স্থানে শ্রাদ্ধাদ করি য়। বাসায়ে চলিলা বিপ্ৰগণে সন্তোষিয়া। তবে মহাপ্রভু কতক্ষণে সুস্থ হৈ য়। রন্ধন করিতে প্রভু বসিলা আসিয় ॥ রন্ধন সম্পূর্ণ হৈল হেনই সময়। আই লেন ঐঈশ্বরপুরী মহাশয় ॥ প্রেমযোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে। আইলেন মত্ত প্রায় দুলিতে দুলিতে। রন্ধন এড়িয়া প্রভু পরম সংক্রমে। নম করি তীরে বসাইলেন আসনে ॥ হাসিয়া বলেন পুরী শুনহ পণ্ডিত। ভালত সময় হইলাম উপনীত ৷ প্ৰভু বোলে যবে হৈল ভাগ্যের উদয়। এই অন্ন ভিক্ষ আজি কর মহাশয়। হাসিয়া বলেন পুরী তুমি কি খাইবা । প্ৰভু বোলে আমি পুন বন্ধন করিব । পুরী বলে কি কাৰ্য্য করিয়া আর পাক। যে অন্ন আছয়ে তাহ কর দুই ভাগ । হাসিয়া বলেন প্রভু যদি আম চাহ। যে অন্ন হৈয়াছে