পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । $(t তাহা সব তুমি খাহ ৷ তিলাদ্ধেকে আর অন্ন রান্ধিবীঙ আমি। না কর সঙ্কোচ কিছু ভিক্ষাকর তুমি ৷ তবে প্রভু আপনার অন্ন তারে দিয়া। আর অন্ন রান্ধিতে লাগিলা হৃষ্ট হইয়া । হেন কৃপা প্রভুর ঈশ্বরপুরী প্রতি । পুরীর নাহিক কৃষ্ণ ছাড়া অন্য মতি। গ্রহস্তে আপনে প্রভু করে পরিবেশন। পরানন্দ মুখে পুরী করেন ভোজন। সেইক্ষণে গয়াদেবী অতি অলক্ষিতে। প্রভুর নিমিত্ত্বে অন্ন রান্ধিলে, তুরিতে। তবে প্রভু আগে তারে ভিক্ষা করাইয়া। আপনেও ভোজন করিল। হর্ষ হৈয়া । ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন। ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন ৷ তবে প্রভু ঈশ্বরপুরীর সর্বঅঙ্গে। আপনে শ্রীহস্তে লেপিলেন দিব্য গন্ধে ॥ যত প্রীত ঈশ্বরের ঈশ্বরপুরীরে। তাহা বর্ণিবারে কোন জন শক্তি ধরে । অ পনে ঈশ্বর শ্রীচৈতন্য ভগবান। দেখিলেন ঈশ্বরপুরীর জন্মস্থান ৷ প্ৰভু বোলে কুমারহট্টেরে নমস্কার। ঐঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। কান্দিলেন বিস্তর চৈ তন্য সেই স্থানে। আর শব্দ কিছু নাই ঈশ্বরপুরী বিনে। সেই স্থানের মৃত্তিক আপনে প্রভু তুলি। লইলেন বহিৰ্ব্বাস বান্ধি এক বুলি। প্ৰভু বোলে ঈশ্বরপুরীর জন্মস্থান। এ মৃত্তিক আমার জীবন ধন প্রাণ । হেনই ঈশ্বরের প্রীতি ঈশ্বর পু রীরে। ভক্তেরে বাড়াতে প্ৰভু সেই শক্তি ধরে ৷ প্ৰভু বোলে গয়া করিবারে আইলাম। সার্থক হইল ঈশ্বরপুরী দেখিলাম । আর দিনে নিভৃতে ঈশ্বরপু রী স্থানে। মন্ত্রদীক্ষা চাহিলেন মধুর বচনে । পুরী বোলে মন্ত্র বা বলিয়া কোন কথ। প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা । তবে তান স্থানে শিক্ষাগুরু নারায়ণ করিলেন দশাক্ষর মন্ত্রের গ্রহণ ॥ তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরী রে। প্ৰভু বোলে দেহ আমি দিলাম তোমারে। হেন শুভদৃষ্টি তুমি করহ অ, মারে। যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে ৷ শুনিয়া প্রভুর বাক্য শ্ৰীঈশ্বর পুরী। প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষেধরি। দোহার নয়ন জলে দোহার শরীর সিঞ্চিত হইলা প্রেমে কিছু নাহি স্থির ॥ হেনমতে ঈশ্বরপুরীরে রূপা করি । ক তোদিন গয়ায় রহিলা গৌরহরি ॥ আত্ম প্রকাশের আসি হইল সময় । দিনেই বাড়ে প্রেম ভক্তির বিজয় ॥ এক দিন মহাপ্রভু বসিয়া নিভৃতে । নিজ ইষ্ট মন্ত্র ধ্যান লাগিলা করিতে ॥ ধ্যানানন্দে মহাপ্ৰভু প্রেম প্রকাশিয়া। কান্দিতে লাগিল৷ অতি উচ্চ বরিয়া । কৃষ্ণরে বাপরে প্রাণ জীবন শ্ৰীহরি। কোনদিগে গেলা মোর প্রাণ করি চুরি । পাইনু ঈশ্বর মোর কোনদিগে গেলা । শ্লোক পড়িপড়ি প্রভু ক। ন্দিতে লাগিল ৷ প্রেম ভক্তি রসে মগ্ন হইল। ঈশ্বর। সকল শ্ৰীঅঙ্গ হৈল ধল য় ধষর ॥ আৰ্ত্তনাদ করি প্রভু ডাকে উচ্চস্বরে । ভাসে প্রভু নিজ ভক্তি বিরহ সাগরে। যে প্রভু আছিল অতি পরম গভীর। সে প্রভু হইল প্রেমে আপনে অস্থির। কোথাগেলে বাপ কৃষ্ণ ছাড়িয়া আমারে। গড়াগড়ি যায়েন কন্দেন