পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి J) আদ্য খণ্ড উচ্চস্বরে। তবে কতোক্ষণে আসি সব সঙ্গীগণে স্বস্থ করিলেন ধরি অনেক য তনে ৷ প্ৰভু বোলে তোমারা সকলে যাহ ঘরে। মুঞি আর ন৷ যাইমু সংসার ভিতরে। মথুরা দেখিতে আমি চলিব সৰ্ব্বথা। প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাঙ যথা । নানাৰূপে সৰ্ব্ব শিষ্যগণে প্রবোধিয়া। স্থির করি রাখিলেন সভাই মিলি য়। ভক্তিরসে ময় হই বৈকুণের পতি। চিত্তেস্বাস্থ্য না পায়েন আছেন বা কতি । কাহারে না বলি প্রভু কতে রাত্রিশেষে। মধুপুরী চলিলেন প্রেমের আবেশে ॥ কৃষ্ণরে বাপরে মোর পাইব কোথায় । এইমত বলিয়া যায়েন গৌর রায়। কতে। দুর যাইতে শুনেন দিববাণী। এখনে মথুরা না যাইবা দ্বিজমণি। যাইবার কাল আছে যাইবা তখনে। নবদ্বীপে নিজগৃহে চলহ এখনে ॥ তুমি বৈকুণ্ঠের নাথ লোক নিস্তারিতে । অবতীর্ণ হইয়াছ সভার সহিতে ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ডময় করিব। কীৰ্ত্তন। জগতেরে বিলাইবে প্রেম ভক্তি ধন ৷ ব্ৰহ্মা শিব সনকাদি যেরসে বি হল। মহাপ্ৰভু অনন্ত গায়েন যে মঙ্গল। তাহা তুমি জগতেরে দিবার কারণে। অবতীর্ণ হইয়ছে জানহ আপনে ॥ সেবক আমরা তৰু চাহি কহিবারে। অত এব কহিলাম তোমার গোচরে । আপনার বিধাত আপনে তুমি প্রভু। তোমা র যে ইচ্ছ। সে লংঘন নহে কভু । অতএব মহাপ্রভু চল তুমি ঘরে । বিলম্বে দে খিবা আসি মথুরানগরে ৷ শুনিয়া আকাশবাণী ত্রগের সুন্দর। নিবৰ্ত্ত হইল প্ৰভু হরিষ অন্তর। বাসায়ে আসিয়া সৰ্ব্ব শিষ্যের সহিতে। নিজগৃহে চলিলেন ভক্তি প্রকাশিতে ॥ নবদ্বীপে গৌরচন্দ্র করিলা বিজয় । দিনে২ বাড়ে প্রেম ভক্তির উদয় ॥ আদিখণ্ডে কথা পরিপূর্ণ এই হৈতে। মধ্যখণ্ড কথা এবে শুন ভালমতে ॥ যেবা শুনে ঈশ্বরের গয়ার বিজয়। গৌরচন্দ্র প্রভু তারে মিলিব হৃদয় ॥ ঐচৈত নাচন্দ্র যারে হইব সদয় । তাহারে এসব ধন মিলিব নিশ্চয় ॥ কৃষ্ণ যশ শুনিলে সে কৃষ্ণসঙ্গ পাই। ঈশ্বরের সঙ্গতার কভুত্যাগ নাই। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে । চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। তাহান রূপায় লিখি চৈত ন্যের কথা । স্বতন্ত্র ইহাতে শক্তি নাহিক সৰ্ব্বথা । কাষ্ঠের পুতলী যেন কুহকে না চায়। এইমত গৌরচন্দ্র মোরে যে বোলায়। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি। যেতে মতে চৈতন্যের যশসে রাখানি ॥ পক্ষ যেন আকাশের অন্ত নাহি পায়। যত দুর শক্তি ততদুর উড়িষায় ৷ এইমত চৈতন্য কথার অন্ত নাই। যার যত শক্তি কৃপা সভে তত গাই ॥ তথাহি ॥ নভঃ পতন্তাত্মসমং পতত্রিণ স্তথা সমং বিষ, গতিং বিপশ্চিতঃ । সৰ্ব্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নহুক আমার। সংসারের পার হঞ ভক্তির সাগরে ; যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে । আমার প্রভুর প্রভু শ্ৰীগৌরসুন্দর। এবড় ভরসা মনে ধরি নিরন্তর। কেহ বলে প্রভু নিত্যানন্দ বলরাম। কেহ বলে চৈতন্যের মহা প্রেম।