পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R. মধ্যমখণ্ড জলে। মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ২ বোলে । পুলকে পূর্ণিত হৈল সৰ্ব্ব কলেবর। স্থির নহে প্ৰভু কম্পভাবে খরথর ॥ প্রমান পণ্ডিত আদি যত ভক্তগণ । দেখেন অ পূৰ্ব্ব কৃষ্ণ প্রেমের লক্ষণ ॥ চতুদিগে নয়নে বহয়ে অশ্রুধার । গঙ্গা যেন অসিয়া করিলা অবতার। মনে২ সবেই চিস্তেন চমৎকার। এমন ইহারে কভু নদেখিযে আর ৷ শ্ৰীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানে। কি বিভব পথে বা হইল দরশনে ॥ বাহ্য দৃষ্টি প্রভুর হইল কতোক্ষণে। শেষে প্রভু সম্ভাষা করিলা সভাসনে ॥ প্ৰভু কহে বন্ধু সব আজি ঘরে যাহ। কালি যথা বলি তথা আসিবারে চাহ । তোম৷ সভা সহিত নিভৃত এক স্থানে। মোর দুঃখসকল করিব নিবেদনে ॥ কালি সবে শু ক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে । তুমি আর সদাশিব আসিবা সত্বরে ৷ সময় করিয়া স ভায় করিলা বিদায়। যথা কার্য্যে রহিলেন বিশ্বম্ভর রায় ॥ নিরবধি কৃষ্ণাবেশে প্রভুর শরীরে। মহা বিরক্তের প্রায় ব্যবহার করে। বুঝিতে না পীরে অাই পু ভ্রের চরিত্র। তথাপিও পুত্র দেখি মহাআনন্দিত। কৃষ্ণ২ বলি প্রভু করয়ে ক্র ন্দন। আই দেখে অশ্রু জলে ভরিল অঙ্গন। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলয়ে ঠাকুর বলিতেই প্রেম বাড়য়ে প্রচুর । কিছু নাহি বুঝে আই কোন বা কারণ। করযোড়ে গেলা আই গোবিন্দ শরণ ॥ আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ। অনন্ত ব্ৰহ্মাণ্ডময় হইল উল্লাস। প্রেমবৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ। গানধনি য়ায় যথা ভাগবতবৃন্দ যে সব বৈষ্ণব গেলা প্রভুর দর্শনে। সম্ভাষা করিলা প্ৰভু তহি সভাসনে। কালি শুক্লাম্বর গৃহে মিলিব আসিয়া। মোর দুঃখ নিবেদিব নিভৃতে বসিয়া। হরিষে পূর্ণিত হৈলা প্রমানপণ্ডিত। দেখিয়া অদ্ভুত প্রেম মহাহরষিত। যথা ক্লত করি উষঃকালে সাজি লঞা । চলিলা তুলিতে পুষ্প হরষিত হৈয়া ॥ একঝাড় কুন্দ আছে শ্ৰীবাস মন্দিরে। কুন্দৰূপে কিবা কম্পতরু অবতরে। যতেক বৈষ্ণব তোলে তুলিতে ন পারে। অক্ষয় অব্যয় ফুল সৰ্ব্বকাল ধরে। প্রাতঃকালে উঠি য়া সকল ভক্তগণ পুষ্প তুলিবারে সভার একত্র মিলন। সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে । গদাধর গোপীনাথ রামাঞিঃ শ্ৰীবাসে ॥ হেনই সময়ে আসি ত্র মান পণ্ডিত। হাসিতে ২ আসি হৈলা উপনীত । সভেই বলেন আজি বড় দেখি হাস্য । শ্ৰীমান কহেন আছে কারণ অবশু ॥ কহ দেখি বলে সব ভাগবতগণ । ক্রমান পণ্ডিত বলে শুনহ কারণ পরম অদ্ভুত কথা মহা অসম্ভব। নিমাঞি পণ্ডিত হৈলা পরম বৈষ্ণব ॥ গয়া হৈতে আইলেন সকল কুশলে। শুনি আমি সম্ভাষিতে গেলাম বিকালে ॥ পরম বিরক্তৰূপ সকল সম্ভীষ । তিলাৰ্ছেক উদ্ধ তোর নাহিক প্রকাশ ॥ নিভৃতে কহিতে লাগিলেন কৃষ্ণ কথা। ষে যেস্থানে অ পূৰ্ব্ব দেখিল যথা যথা ॥ পাদপদ্ম তীর্থের লইতে মাত্র নাম নয়নের জলে পূর্ণ হৈল সৰ্ব্বস্থান। সৰ্ব্বঅঙ্গে মহাকম্প পুলকে পূর্ণিত। হা কৃষ্ণ বলিয়া মাত্র প