পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । \O ড়িয়া ভূমিত ৷ সৰ্ব্ব অঙ্গে ধাতু নাহি হইলা মুস্থিত। কতোক্ষণে বাহ্য দৃষ্টি ছ ইল চকিত। শেষে কৃষ্ণ বলিয়া যে কান্দিতে লাগিলা। হেন বুঝি গঙ্গাদবী আসিয়া মিলিল। যে ভক্তি দেখিল আমি তাহার নয়নে। তাছারে মনুষ্য বুদ্ধি নহে আর মনে ॥ সবে এই কথা কহিলেন বাহ্য হৈলে । শুক্লাম্বর ঘরে কালি মি লিবে সকালে । তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি। তোমা সভা স্থানে দুঃখ কহিৰ গুহারি ॥ পরম মঙ্গল এই কহিলাম কথা । অবশ্ব কারণ ইখে আছয়ে সৰ্ব্বথা প্রমান বচন শুনি সৰ্ব্ব ভক্তগণ । হরি বলি মহাধনি করিলা তখন ॥ প্রথমেই ব লিলেন শ্ৰীবাস উদার । গোত্র বাড়াউন কৃষ্ণ অীমা সভাকার ॥ তথাহি ॥ গোত্রা নুবদ্ধত মিতি । * আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন। উঠিল মধুরধনি কৃষ্ণের কীৰ্ত্তন ॥ তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ সভেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ ॥ তেন মতে পুষ্প তুলি ভাগবতগণ পূজা করিবারে সবে করিলা গমন ॥ ঐমানপণ্ডিত চলিলেন গঙ্গাতীরে । শুক্লাম্বর ব্রহ্মচারী তাহার মন্দিরে ॥ শুনিয়া এসব কথা প্রভু গদাধর। শুক্লাম্বর গৃহপ্রতি চলিলা সত্বর ॥ কি আখ্যা ন কৃষ্ণের কহেন শুনি গিয়া ! থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়। সদাশিব মু রারি শ্ৰীমান শুক্লাম্বর । মিলিলা সকল যত প্রেম অনুচর ॥ হেনই সময়ে বিশ্ব ম্ভর দ্বিজরাজ। আসিয়া মিলিলা যথা বৈষ্ণব সমাজ ॥ পরম আদরে সবে করেন সন্তাষ। প্রভুর নাহিক বাহ্য দৃষ্টির প্রকাশ ॥ দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ । পডিতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ ॥ পাইনু ঈশ্বর মোর কোনদিগে গেলা । এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা ৷ ভাঙ্গিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে । কৃষ্ণ কোথা বলিয়া পডিলা মুক্ত কেশে ॥ প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া । ভক্ত সব পড়িলেন ঢলিয়া২ ॥ কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর। কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। কৃষ্ণরে প্রভুরে মেরি কোনদিগে গেলা। এতবলি প্রভু পুনঃ ভূমিতে পড়িল ক্লষ্ণপ্রেমে কান্দে প্রভু শচীর নন্দন। প্রেমময় হৈল শুক্লাম্বরের ভবন । চতুর্দিগে বেড়ি কান্দে ভাগবতগণ। উঠিল মঙ্গল কৃষ্ণ প্ৰে মের ক্ৰন্দন ॥ আছাডের সমুচ্চয় নাহিক শ্ৰীঅঙ্গে । নাজানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে ॥ স্থির হই ক্ষণেকে বসিলা বিশ্বম্ভর । তথাপি আনন্দধারা বহে নি রন্তর। প্ৰভু বোলে কোন জন গৃহের ভিতর । ব্রহ্মচারী বলেন তোমার গদা ধর ॥ হেট মাথা করিয়া কান্দেন গদাধর। দেখিয়া সন্তোষ বড় প্রভু ব্লিশ্বম্ভর ॥ প্ৰভু বোলে গদাধর তুমি সে মুকুতি। শিশু হৈতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি । আমার সে হেন জন্ম গেল বৃথা রসে। পাইনু অমুল্য নিধি গেল দীন দোষে ॥ এ ত বলি ভূমিতে পডিল বিশ্বম্ভর। ধূলায় লোটায় সৰ্ব্বসেব্য কলেবর । পুন:২ হয় বাহ্য পনং২ পড়ে। দৈবে রক্ষাপায় না, মুখ সে আছাড়ে। মিলিতে না পরে দুই