পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

醬 চৈতন্যভাগবত । > ○ লাস । আরম্ভিলা মহাপ্ৰভু কীৰ্ত্তন প্রকাশ। চতুৰ্দ্দিগে বেড়িয়া কান্দেন শিষ্য গণ। সদয় হইয় প্রভু বলেন বচন ॥ পড়িলাম শুনিলাম যত দিন ধরি। কৃষ্ণে র কীৰ্ত্তন কর পরিপূর্ণ করি । শিষ্যগণ বলেন কেমন সংকীৰ্ত্তন। আপনে শিক্ষায় প্রভু শচীর নন্দন। হরি হরয়ে নয় কৃষ্ণ যাদবায় নমঃ । গোপাল গোবিন্দ রাম ঐ মধুসুদন ॥ দিশ শিক্ষায়েন প্রভু হাতে তালি দিয়া। আপনে কীৰ্ত্তন করে শি ষ্যগণ লৈয় ॥ আপনে কীৰ্ত্তননাথ করয়ে কীৰ্ত্তন। চৌদিগে বেড়িয়া গায় সৰ্ব্ব শিষ্যগণ ॥ আবিষ্ট হইয়া প্রভু নিজ প্রেমরসে। গড়াগড়ি যায় প্ৰভু ধূলায়ে আ বেশে। বোল২ বলি প্রভু চতুর্দিগে পড়ে। পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছ ড়ে। গগুগোল শুনি সব নদীয় নগরে ৷ ধাইয়া আইসে সভে প্রভুর মন্দিরে। নিকটেই যত বৈষ্ণবের ঘর। কীৰ্ত্তন শুনিয়া সবে আইলা সত্বর । প্রভুর আবে শ দেখি সৰ্ব্ব ভক্তগণ । পরম অপূৰ্ব্ব সবে ভাবে মনেমন । পরম সন্তোষ সভে হইল। অন্তরে। এবে সংকীৰ্ত্তন হৈল নদীয়ানগরে ৷ এমত দুল্লভ ভক্তি আছয়ে জগতে । নয়ন সফল হয় যে ভক্তি দেখিতে ৷ যত ঔদ্ধত্যের সীমা এই বিশ্বম্ভর । প্রেম দেখিলাম নারদাদির দুস্কর ৷ হেন উদ্ধতের যদি এভক্তি হইল। তবে বুঝি আমা সভার দুঃখ নিবরিল । ক্ষণেকে হইলা বাহ্য বিশ্বস্তুর রায়। তবু প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলয়ে সদায় । বাহ হইলেও অন্য কথা নাহি কয় । সৰ্ব্ব বৈষ্ণবের গলা ধরিয়া কান্দয়। সভে মেলি ঠাকুরেরে স্থির করাইয়। চলিলা বৈষ্ণবগণ মহানন্দ হৈয়া । কোন২ পড়ুয়া সকল প্রভুর সঙ্গে। উদাসীন পথ লইলেন ম হারঙ্গে। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ। সকল ভক্তের দুঃখ হইল বিনাশ ॥ শ্ৰীকৃষ্ণ চৈতন্য নিতানন্দ চান্দজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি ম ধ,খণ্ডে সংকীৰ্ত্তনারম্ভ প্রথমোহধ্যায়ঃ ॥ ১ ॥ দ্বিতীয় অধ্যায়ারম্ভ ॥ জয়ং জগত মঙ্গল গৌরচন্দ্র। দানদেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ। ভক্তগোষ্ঠী সহি তে গৌরাঙ্গ জয়জয় । শুনিলে চৈতন্যকথা ভক্তিলভ্য হয়। ঠাকুরের প্রেমদেখি সৰ্ব্বভক্তগণ । পরম বিস্মিত হৈল সভাকার মন ॥ পরম সন্তোষে সভে অদ্বৈতের স্থানে। সভে কহিলেন যত হৈল দরশনে ॥ ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল । অবতরিয়াছে প্ৰভু জানেন সকল । তথাপি অদ্বৈত তত্ব বুঝনে না যায়। সেই ক্ষণে প্রকাশিয়া তখনি লুকায়। শুনিয়া অদ্বৈত বড় হরিষ হইলা। পরম আবিষ্ট হই কহিতে লাগিল ৷ মোর আজিকার কথা শুন ভাইসব। নিশিতে দেখিল