পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टैक्लउनाउांशंदउ ভরিয়া। এতবলি মত্তহস্তি আনিব ধরিয়া। ছন্তিঘোড়া মৃগ পক্ষ একত্র করিয়া। সেইখানে কান্দাইমু শ্ৰীকৃষ্ণ বলিয় ॥ রাজার যতেক গণ রাজার সহিতে । সভা কান্দাইমু কৃষ্ণ বলি ভালমতে । ইহাতেব অপ্রত্যয় বাস তুমি মনে। সাক্ষাৎ কার করে। দেখ অপেন নয়নে ॥ সম্মুখে দেখয়ে এক বালিক আপনি। ঐব সের ভ্রাতৃস্থত নাম নারায়ণী। অদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে যার ধনি। চৈতন্যের অ বশেষ পত্রি নারায়ণী। সৰ্ব্বভূত অন্তর্যামী শ্ৰীগৌরাঙ্গ চান্দ আজ্ঞা কৈল না রায়ণী কৃষ্ণ বলি কান্দ। চারি বৎসরের সেই উন্নত চরিত। হা কৃষ্ণ বলিয়। কান্দে নাহিক সম্বিত । অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে। পরিপূর্ণ হৈল স্থল নয়নের জলে । হাসিয়াই বোলে প্ৰভু বিশ্বম্ভর । এখনে তোমার সব ঘুচি ল কি ডর। মহাবক্তা শ্ৰীনিবাস সৰ্ব্বতত্ব জানে। আস্ফালিয়া দুই বাহু বলে প্ৰভু স্থানে। কালৰূপি তোমার বিগ্ৰহ ভগবানে। যখন সকল স্বষ্টিসংহার আপনে । তখন না করে ভয় তোর নাম বলে। এখন কিসের ভয় তুমি মোর ঘরে। ব লিয়া আবিষ্ট ভৈলা পণ্ডিত শ্ৰীবাস। গোষ্ঠীর সহিত দেখে প্রভুর প্রকাশ ॥ চারি বেদে যারে দেখিবারে অভিলাষ তাহ দেখে জীবাসের যত দাসী দাস ॥ কি বলিবে ঐবাসের উদার চরিত্র। তাহার চরণ ধূলি সংসার পবিত্র। কৃষ্ণ অব তার যেন বসুদেব ঘরে। যতেক বিহার সব নন্দের মন্দিরে। জগন্নাথ ঘরে হৈল এই অবতার। শ্ৰীবাস পণ্ডিত গৃহে সকল বিহার ৷ সৰ্ব্ব বৈষ্ণবের প্রিয় পণ্ডিত শ্ৰীবাস। তান বাড়ি গেলে মাত্র সভার উল্লাস ॥ অনুভাবে যারে স্তুতি করে বেদ মুখে। শ্ৰীবাসের দাস দাসী তারে দেখে মুখে ৷ এতেকে বৈষ্ণব সেবাপরম উপায় । অবশ্ব মিলয়ে কৃষ্ণ বৈষ্ণব কৃপায় ৷ শ্ৰীবাসেরে আজ্ঞ কৈল প্রভু বিশ্বম্ভর। না কহ এসব কথা কাহারো গোচর। বাহ পাই বিশ্বস্তর লজ্জিত অন্তর। আশ্বাসিয়া ঐবাসের গেল নিজ ঘর ॥ সুখ ময় হৈলা তবে শ্ৰীবাস পণ্ডিত। পত্নীবধু দাসদাসী সভার সহিত। ঐবাস করিলা স্তুতি দেখিয়া প্ৰ কাশ। ইহা যেই শুনে সেই হয় কৃষ্ণ দাস। অন্তর্যামি ৰূপ বলরাম ভগবান। আজ্ঞা কৈল চৈতন্যের গাইতে আখ্যান ॥ বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম । জন্ম২ প্রভু মোর হউক বলরাম ॥ নরসিংহ যত্নসিংহ যেন নাম ভেদ। এইমত নিত্য নন্দ প্রভু বলদেব। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই। এবে অবধূত চন্দ্র করি যাঁরে গাই ॥ মধ্যখণ্ড কথা ভাই শুন এক চিত্তে। বৎসরেক কীৰ্ত্তন করিল যেন মতে। স্ত্রীচৈতন্য নিতানন্দ চান্দ্ৰ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে বায়ুছঞ্জে প্রেমভক্তি প্রকাশ দ্বিতীয়োহধ্যায়ঃ * ৷ ২ ৷