পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ২৫ তোমার। যত দেখি শুন প্ৰভু অনন্ত ভুবন । তোমার লোমকুপে গিয়া মিশায়ে তখন ॥ হেন সদানন্দ তুমি ষে কর যখনে বল দেখি বেদে তাহ। জানিবে কেমনে। অতএব তুমিসে তোমারে জান মাত্র। তুমি জানাইলে জানে তোমার কৃপা পাত্ৰ। তোমার স্তুতি যে মোর কোন অধিকার। এত বলি কান্দে গুপ্ত ক রে নমস্কার ॥ গুপ্ত বাক্যে তুষ্ট হৈল বরাহ ঈশ্বর। বেদ প্রতি ক্রোধ করি বল য়ে উত্তর ॥ হস্ত পদ মুখ মোর নাহিক লোচন। বেদে মোর এইমত করে বিড় ম্বন। কাশীতে পড়ায় বেটা পরকাশানন্দ । সেই বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড ॥ বাখনিয়ে বেদ মোর বিগ্রহ না মানে। সৰ্ব্ব অঙ্গে হৈল কুষ্ঠ তাহ নাহি জানে সৰ্ব্ব যজ্ঞময় মেরি যে অঙ্গ পবিত্র। আজভব আদি গায়ে যাহার চরিত্র ॥ পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পরশে । তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে শুনরে মুরারি গুপ্ত কহয়ে শূকর। বেদ গুহ কহি এই তোমার গোচর ॥ আদি যজ্ঞ ব রাহ সকল বেদ সার। আমিসে করিল পূর্বে পৃথিবী উদ্ধার ॥ সংকীৰ্ত্তন আরম্ভে আমার অবতার। ভক্ত জন রাখি দুষ্ট করিব সংহার। সেবকের দ্রোহি মুঞি সহিতে না পারে । পুত্র যদি হয় মোর তথাপি সংহার। পুত্র কাটো আপনার সেবক লাগিয়া। মিথ্যা নাহি কহেঁ; গুপ্ত শুন মন দিয়া । যেকালে করিনু মুঞি পৃথিবী উদ্ধার। রহিল ক্ষিতির গর্ভ পরশে আমার ৷ হইল নরক নামে পুত্ৰ মহাবল। অপিনে পুত্রের ধৰ্ম্ম করিনু সকল। মহারাজা আইলেন আমার নন্দ ন। দেব দ্বিজ গুরু ভক্তি করেন পালন । দৈব দোষে তাহার হইল দুষ্ট সঙ্গ । বাণের সংসগ হৈল ভক্ত দ্রোহ রঙ্গ ॥ সেবকের হিংস মুঞি না পারে সহিতে। কাটিনু আপন পুত্র সেবক রাখিতে ॥ জনমে২ তুমি সেবিয়াছ মোরে । এতেকে স কল তত্ব কহিল তোমারে ৷ শুনিয়া মুরারি গুপ্ত প্রভুর বচন। বিহ্বল হইয়া গুপ্ত করেন ক্ৰন্দন। মুরারি সহিতে গৌরচন্দ্র জয় জয়। জয় যজ্ঞ বরাহ সেবক রক্ষাময় ৷ এইমত সৰ্ব্ব সেবকের ঘরে ঘরে । কৃপায়ে ঠাকুর জানায়েন আপন। রে। চিনিয়া সকল ভূত্য প্রভু আপনার । পরনিন্দ ময় চিত্ত হইল সভার ॥ প। ষণ্ডীরে আর কেহ ভয় নাহি করে। হাটে ঘাটে সভে কৃষ্ণ গায় উচ্চস্বরে ৷ প্ৰভু সঙ্গে মিলিয়া সকল ভক্তগণ । মহানন্দে অহনিশি করয়ে কীৰ্ত্তন ॥ মিলিল সক ল ভক্ত বহি নিত্যানন্দ। ভাই নাদেখিয় বড় দুঃখি গৌরচন্দ্র ৷ নিরান্তর নিত্যানন্দ স্মরে গৌরচন্দ্র । জানিলেন অনন্ত ঈশ্বর নিত্যানন্দ ॥ প্রসঙ্গে শুনহ নিত্যানন্দের আখ্যান। স্বত্ৰ ৰূপে জন্ম কৰ্ম্ম কহি,কিছু তান। রাঢ় দেশে এক চাকা নামে অ ছে গ্রাম। যহি জঙ্গিলেন নিত্যানন্দ ভগবান ॥ মৌড়েশ্বর নামে দেব আছে ক থোদুরে । যারে পুজিয়াছে নিত্যানন্দ হলধরে। সেই গ্রামে বৈসে বিপ্ৰ হাড়াই পণ্ডিত। মহা বিরক্তের প্রায় দয়ালু চরিত। তার পত্নী পদ্মাবতী নাম পতিব্ৰত৷