পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । \లి) প্রেমভক্তি ধন ৷ তিলাদ্ধ তোমার সঙ্গ যে জনরি হয়। কোটি পাপ থাকিলেও তার মন্দ নয় ॥ বুঝিলাম কৃষ্ণ মোর করিব উদ্ধারে । তোমাহেন সঙ্গ আনি দিলেন আমারে ৷ মহাভাগ্য দেখিলাম তোমার চরণ । তোম৷ ভজিলে সে পাই রুষ প্রেম ধন ॥ আবিষ্ট হইয়া প্ৰভু গৌরাঙ্গ সুন্দর। নিত্যানন্দে স্তুতি করে নাহি অবসর ॥ নিতানন্দ চৈতন্যের অনেক আলাপ | সব কথা ঠারে ঠোরে নাহিক প্র কাশ। প্রভু বোলে জিজ্ঞাসা করিতে করি ভয় । কোনদিক হইতে শুভ করিলে বিজয় ॥ শিশু মতি নিত্যানন্দ পরম বিহ্বল । বালকের প্রায় যেন বচন চঞ্চল ৷ এই প্রভু অবতীর্ণ জানিলেন মৰ্ম্ম কর যোড় করি বোলে হই অতি নৰ্ম্ম ৷ প্ৰভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়। ব্যপদেশে সব কথা কহেন ভাঙ্গিয় ॥ নিত্যানন্দ বোলে তীর্থ করিল অনেক । দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক ॥ স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই । জিজ্ঞাসা করিল তবে ভাল লোক ঠাঞি সিংহাসন সবকেনে দেখি আচ্ছাদিত। কহ ভাই সব কৃষ্ণ গেল কোন ভীত ॥ তার বলে কৃষ্ণ গিয়াছেন গৌড়দেশে । গয়া করি গিয়াছেন কতোক দিবসে। নদীয়ায়ে শুনি বড় হরি সংকীৰ্ত্তন। কেহো বলে এথায়ে জন্মিলা নারায়ণ ॥ পতিতের ত্রাণ বড় শুনি নদীয়ায় । শুনিয়া আইনু মুঞি পাতকী এথায়। প্ৰভু বোলে আমরা সকল ভাগ্যৰান। তুমি হেন ভক্তের হইল উপস্থান ৷ আজি কৃতকৃত্য হেন भ, নিল আমরা। দেখিলাম তোমার আনন্দ বারধারা। হাসিয়া মুরারি বলে তে, মর তোমরা । ইহাত না বুঝি কিছু আমরা সভার ॥ ঐবাস বলয়ে উহা আমর কি বুঝি। মাধব শঙ্কর যেন দোহে দুই পুজি। গদাধর বলে ভাল বলিলা পণ্ডি ত। সেই বুঝি যেন রাম লক্ষণ চরিত। কেহ বলে দুইজন যেন দুই কাম। কেহ বলে দুইজন যেন কৃষ্ণ রাম। কেহ বলে আমি কিছু বিশেষ না জানি। ক্লফ কোলে যেন শেষ আইল আপনি ৷ কেহ বলে দুই সখী যেন কৃষ্ণাৰ্জ্জুন। সেইমত দেখিলাম স্নেহ পরিপূর্ণ। কেহবলে দুইজন বড় পরিচয় । কিছুই নাবুঝি সব ঠ। রেঠোরে কয় ৷ এইমত হরিষে সকল ভক্তগণ । নিত্যানন্দ দরশনে করেন কথ ন। নিত্যানন্দ গৌরচন্দ্র দুই দরশন। ইহার শ্রবণে হয় বন্ধবিমোচন। সঙ্গীস খ; ভাই ছত্ৰ শয়ন বাহন। নিত্য নিন্দ বহি অন্য নহে কোন জন ॥ নানাৰূপে সেবে প্রভু আপন ইচ্ছায়। যারে দেন অধিকার সেই তাহা পায়। আদি দেব মহ যোগী ঈশ্বর বৈষ্ণব । মহিমার অন্ত ইহা না জানেন সব ॥ না জানিয়া নিন্দে র্তার চরিত্র অগাধ । পাইয়াও বিষ্ণুভক্তি হয়ে তার বাধ। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম। হউ মোর প্রাণনাথ এই মনস্কাম। তাহান প্রসাদে হৈল চৈ তন্যেসে মতি। তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি ॥ রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ। এইমত নিত্যানন্দ প্রভু বলদেব। সংসারের পার হএঃ ভক্তির সাগরে। যে