পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । Nලා’උ দোহে কেহ নাহি পায়ে। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়। . আপিন ন; জানে দোহে আপন লীলায় ৷ বাহ্য দুর হইল বসন নাহি রহে। ধরয়ে বৈষ্ণ বগণ ধরণ না যায়ে। যে ধরয়ে ত্রিভুবন কে ধরিবে তারে। মহামত্ত দুই প্ৰভু কীৰ্ত্তন বিহরে ৷ বোল২ বলি ডাকে স্ত্রীগেীর সুরন্দ। সিঞ্চিত অনিন্দ জলে সৰ্ব্ব কলেবর ॥ চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে। বাহ নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। বিশ্বম্ভর মৃত্য করে অতি মনোহর। নিজশির লাগেগিয়া চরণ উপর । টলমল ভূমি নিত্যানন্দ পদতলে। ভূমিকম্প হেন মানে বৈষ্ণবসকলে। এইমত আনন্দে নাচেন দুইনাথ । সেউল্লাস কহিবারে শক্তি আছে কাত ॥ নিতানন্দ প্রকাশতে প্রভু বিশ্বম্ভর । বলরাম ভাবে উঠে খট্টার উপর। মহামত্ত হৈল৷ প্রভুর্বলরাম ভাবে । মদ আন মদ আন বলি ঘন ডাকে ৷ নিত্যানন্দ প্রতি বোলে শ্ৰীগেীর সুন্দর। ঝাট মেরে দেহ হল মুষল সত্বর ॥ পাইয় প্রভুর আজ্ঞ প্ৰভু নিত্যানন্দ । করে দিল করপাতি নিলা গৌরচন্দ্ৰ ॥ করে দেখে কেহো তার কি ছুই না দেখে। কেহব। দেখিল হলমুষল প্রত্যেকে । যারে রুপ করে সেই ঠা কুর সে জানে। দেখিলেও শক্তি নাহি কহিতে কথনে । এসব নিগুঢ় কথা কেহ মাত্র জানে। নিত্যানন্দ ব্যক্ত সেই সবজন স্থানে ॥ নিত্যানন্দ স্থানে হল মুষল লইয়া । বারুণী২ প্রভু বোলে মত্তহঞা । কারো বুদ্ধি নাহিষ্ণুরে না বুঝি উপায় ৷ অন্যোন্যে সভার বদন সভে চায়। যুকতি করয়ে সভে মনেতে ভাবিয় ॥ ঘট ভরি গঙ্গাজল সভে দিল লঞা । সৰ্ব্বজনে দেইজল প্রভু করে পান। সত্য যেন কদম্বর পীয়ে হেন জ্ঞান। চতুর্দিগে রামস্তুতি পড়ে তক্তগণ। নাঢ়৷২ নাঢ় পড়ু বোলে অনুক্ষণ ॥ সঘনে ঢুলায়ে শির নাঢ় নাঢ় বোলে। নাচার সন্দর্ভ কেঙ্গে। না বুঝে সকলে ॥ সভেই বলেন প্রভু নাঢ়াবল কারে। প্রভুবোলে আইলাম যাহার হুঙ্কারে । অদ্বৈত আচাৰ্য্যবলি কথা কহি যার । সেই নাঢ়া লাগি মোর এই অব তোর ৷ মোহরে অনিয়া নাঢ় বৈকুণ্ঠ থাকিয়া। নিশ্চিন্তে থাকিল গিয়া হরিদাস লএ31 ॥ সংকীৰ্ত্তন আরম্ভে আমার অবতার। ঘরে ঘরে কীৰ্ত্তন করিব পরচার বিদ্যাধন কুলঙ্কান তপস্যার মদে। মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে । সে অধম সভারে নাদিব প্রেমযোগ। নাগরিক প্রতি দিনু ব্ৰহ্মাদির ভোগ শুনিয় আনন্দে ভাসে সৰ্ব্ব ভক্তগণ। ক্ষণেকে সুস্থির হৈলা শ্ৰীশচীনন্দন ॥ কিচাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাশয় । ভক্তগণ বলে কিছু উপাধিক্য নয় ॥ সভারে করেন প্রভু প্রেম আলিঙ্গন। অপরাধ মোর না লইবা সৰ্ব্বজন ॥ হাসে সব ভক্তগণ প্রভুর কথায়। নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ নহে নিত্যানন্দের আবে শ। - প্রেমরসে বিহ্বল হইয়া প্ৰভু শেষ ॥ ক্ষণে হাসে ক্ষণে কান্দ ক্ষণে দিগ ম্বর। বাল্যভাবে পুর্ণ হৈল সৰ্ব্ব কলেবর। কোথাবা থাকিল দণ্ডকোথা কমুণ্ডল।