পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wこ8 মধ্যমখণ্ড কোথাবা বসন গেল নাহি আদি মুল ৷ চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর। আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কশ সবে মানে। নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে ॥ স্থিরহও কালি পূজিবারে চাহব্যাস। স্থির করাইয়া প্ৰভু গেল। নিজবাস ॥ ভক্তগণ চলিলেন আপনার ঘরে। নিত্যানন্দ রছিলেন শ্ৰীবাস ম ন্দিরে। কতোরাত্র্যে নিত্যানন্দ হঙ্কার করিয়া। নিজদণ্ড কমুণ্ডল ফেলিলা ভাঙ্গি য়। কেবুঝয়ে ঈশ্বরের চরিত্র অগম্য। কেনে ভাঙ্গিলেন নিজ কমুণ্ডল দণ্ড প্রভাতে উঠিয় দেখে রামাই পণ্ডিত । ভাঙ্গ দণ্ড কমুণ্ডল দেখিয়া বি স্মিত ॥ পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে । ত্রবাস বলেন যাহ ঠাকুরের স্থানে ॥ রামাইর মুখে শুনি আইলা ঠাকুর। বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন গ্রচুর । দণ্ড ল ইলেন প্রভু ক্রহস্তে তুলিয়া। করিলেন গঙ্গাস্নান নিত্যানন্দ লৈয় ॥ গ্রীবাসাদি সভাই চলিল গঙ্গাস্নানে। দণ্ড খুইলন প্রভু গঙ্গায়ে আপনে ॥ চঞ্চল সে নিতানন্দ না মানে বচন। তবে একবার প্রভু করয়ে মজ্জন। কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যাম । গদাধর শ্রীনিবাস করে হায় হয় ৷ সাতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর । চৈতন্যের বাক্যেমাত্র কিছু হয় স্থির। নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর । ব্যাস পূজ। আজি বাট করহ সত্ত্বর ৷ শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে। স্নান করি হে আইলেন প্রভু সনে ॥ অসিয়া মিলিলা সব ভাগবতগণ নিরবধি ক্লফ ক্লফ - سم রিতে কীৰ্ত্তন ৷ শ্ৰীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য্য। চৈতন্যের আজ্ঞায় করেন সব কার্য। মধুর সভে করেন কীৰ্ত্তন। ঐবাস মন্দির হৈল বৈকুণ্ঠ ভুবন । সৰ্ব্ব শাস্ত্র জ্ঞাত। সেই ঠাকুর পণ্ডিত। করিলা সকল কাৰ্য্য বিধি যে বোধিত ॥ দিব্য গন্ধ সহিত সুন্দর বনমাল। নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা ॥ শুন২ নিত্যানন্দ এই মালাধর। বচন পঢ়িয়া পেদব্যাস নমস্কার ৷ শাস্ত্রবিধি আছে মাল{ আপনে সে দিবা । ব্যাস তুষ্ট হৈলে সৰ্ব্ব অভীষ্ট পাইব ॥ যত শুনে নিত্যানন্দ করে হয় হয় । কিসের বচন পাঠ প্রবোধ না লয়। কিবোল যে ধীরে২ বুঝন না যায় । মাল! হাতে করি পুনঃ চারিদিগে চায় ॥ প্রভুরে ডাকিয়া বোলে শ্ৰীবাস উদার। ন৷ পূজেন ব্যাস এই শ্ৰীপাদ তোমার। শ্ৰীবাসের বাক্য শুনি শ্ৰীগেীর মুন্দর । ধাইয়। সমুখে প্রভু আইল সত্বর ৷ প্ৰভু বোলে নিত্যানন্দ শুনহ বচন। মালাদিয়া কর ঝাট বাসের পূজন ॥ দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর । মাল৷ তুলি দিলা তার মস্তক উ পর। চাচর চিকুরে মালা শোভে অতি ভাল। ছয় ভুজ বিশ্বম্ভর হইলা তৎকাল ॥ শঙ্খচক্ৰ গদাপদ্ম শ্রীহল মুষল । দেখিয়া মুস্থিত হুইলা নিতাই বিহ্বল ৷ ষড়ভুজ দেখিয়া মুচ্ছ পাইলা নিতাই। পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই । ভয় পাই লেন সব বৈষ্ণবের গণ । রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ করেন স্মরণ । হুঙ্কার করেন জগ স্নাথের নন্দন। কক্ষে তালি দেয় ঘন বিশাল গজ্জন ॥ মুচ্ছ গেলা নিত্যানন্দ ষ