পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগৰত। いこ@ ড়ভুজ দেখিয়া। আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া উঠ২ নিত্যানন্দ স্থি র কর চিত। সংকীৰ্ত্তন শুনযে তোমার সমীহিত ॥ যে কীৰ্ত্তন নিমিত্ত করিলা অ বতার। সে তোমার সিদ্ধ হৈল কিবা চাহ আর তোমার সে প্রেম ভক্তি তুমি ভক্তিময়। বিনা তুমি দিলে কার ভক্তি নাহি হয়। আপনা সম্বরি উঠ নিজ জন হি। যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ ৷ তিলাদ্ধেক তোমারে যাহার দ্বেষ রহে। ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। পাইলা চৈতন্য প্রভু প্রভুর বচ নে। হইল আনন্দ ময় ষড়ভুজ দর্শনে ॥ যে অনন্ত হৃদয়ে বৈসেন গৌরচন্দ্র। সেই প্রভু আবিস্ময় জান নিত্যানন্দ । ছয় ভুজ দৃষ্টি তানে কোন অদভুত। অব তার অনুৰূপ এসব কৌতুক। রঘুনাথ প্ৰভু যেন পিণ্ডদান কৈল। প্রত্যক্ষ হই র আসি দশরথ নিল। সে যদি অদ্ভুত হয়ে এতবে অদ্ভুত। নিশ্চয় যে এসকল কৃষ্ণের কৌতুক। নিত্যানন্দ স্বৰূপের স্বভাব সৰ্ব্বথা । তিলদ্ধেক দাস্যভাব না হয় অন্যথা ॥ লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ | সীতার বল্লভ দাস্য মন প্রাণধন। এইমত নিত্যানন্দ স্বৰূপের মন । চৈতন্য চন্দ্রের দাস্যে প্রীত অনুক্ষণ ॥ যদ্যপিও অনন্ত ঈশ্বর নিরাশ্রয়। স্বষ্টিস্থিতি প্রলয়ের হেতু জগন্ময় ৷ সৰ্ব্ব স্বঠ যে সময়ে তিরোভাব হয়। তখন অনন্তৰূপ সৰ্ব্ববেদে কয় ॥ তথাপিও শ্রীঅনন্তদেবের স্ব ভাব। নিরবধি প্রেম দাস্যভাবে অনুরাগ। যুগেই প্রতি অবতারে অবতারে। স্ব ভাব তাহার দাস্য বুঝহ বিচারে। শ্ৰীলক্ষণ অবতারে অনুজ হইয়া । নিরবধি সেমেন অনন্ত দাস হএ ॥ অন্ন জল নিদ্ৰাছাড়ি শ্রীরাম চরণ । সেবিয়াও আকা জা না পূরে কোন ক্ষণ ॥ জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারে। দাস্য ভাব কভু না ছাড়িলেন অন্তরে ॥ স্বামি করি শব্দ সে বলেন ক্লফ প্রতি। ভক্তি বিনা কখন না হয় অন্য মতি ৷ ইহাতে যে বলরাম নিতানন্দ প্রতি । ভক্ত জ্ঞানে হেলা করে সেই মুঢ়মতি। সেবা বিগ্রহ প্রতি অনাদর যার ॥ বিষ্ণু স্থানে অপরাধ সৰ্ব্বথ। তাহার। তথাহি । অজপ্তলক্ষণং মন্ত্রং রামচন্দ্র জপেৎ তুষঃ । তস্য কাৰ্য্যং নসি দ্ধ্যেত কম্পকোটি শতৈরপি। ব্রহ্মা মহেশ্বর বন্দ্য যদ্যপি কমলা । ততু তার স্বভাব চরণ সে রাখেলা ! সৰ্ব্বশক্তি সমন্বিত শেষ ভগবান | তথাপি স্বভাব ধৰ্ম্ম সেবা সে তাহান । অতএব তাঙ্গার যে স্বভাব কহিতে। সন্তোষ পায়েন প্রভু সকল ইহতে ॥ ঈশ্বরের স্বভাব কেবল ভক্তি বশ। বিশেষ প্রভুর সুখ শুনিতে এ যশ ॥ স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত। অতএব বেদে কহে স্বভাব চরিত। বিষ্ণু বৈষ্ণ বের তত্ব যে কহে পুরাণে । তাঙ্গার মহিমা অন্য জন নাহি জানে। নিত্যানন্দ স্বন্ধ পের একবাক্য মন। চৈতন্য ঈশ্বর মুঞি তান একজন। অহন্নিশ ক্রমুখেতে নাহি অন্য কথা । মুঞি তান মোর সেই ঈশ্বর সর্বথা । চৈতন্যের সঙ্গে যে অ’ মারে স্তুতি করে। সেই সে মোহর ভূত্য পাইবেক মোরে। আপনে কহিয়াছেন