পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nうゲ মধ্যমখণ্ড, নাহি জানয়ে আছয়ে কোন ঠাঞি। কে বুঝয়ে অদ্বৈতের চরিত্র গহন । জানিয়া ও নানামত করয়ে কথন । কোথা বা গোসাঞি আইলা মানুষ ভিতরে। কেনি শাস্ত্রে বলে নদীয়ায় অবতারে ৷ মোর শক্তি অধ্যাত্ম বৈরাগ্য জ্ঞান মোর। সকল জানয়ে ঐনিবাস ভাই তোর। অদ্বৈতের চরিত্র রামাই ভাল জানে। উত্তর না করে কিছু হাসেন মনে মনে। এইমত অদ্বৈতের চরিত্র অগাধ । সুরু তির ভাল হুস্থতির কার্য্যবাদ। পুন বোলে কহ কহ রামাই পণ্ডিত। কি কারণে তোমার গমন আচম্বিত। বুঝিলেন আচাৰ্য্য হইলা শান্তচিত। ত খন কানিদয়া কহে রামাই পণ্ডিত ॥ যার লাগি করিয়াছ বিস্তর ক্রনদন যার লাগি করিলা বিস্তর আরাধন । যার লাগি করিলা বিস্তর উপবাস । সেই প্ৰভু তোমার আদি হইল প্রকাশ ॥ ভক্তি যোগ বিলাইতে তান আগ মন। তোমার সে আজ্ঞা করিবারে বিবৰ্ত্তন । ষড়ঙ্গ পূজার বিধি যোগ্য সজ লঞা। প্রভুর আজ্ঞায় চল সস্ত্রীক হইয়া । নিত্যানন্দ স্বৰূপের হৈল আগমন। প্রভুর দ্বিতীয় দেহ তোমার জীবন ৷ তুমি সে তাঁহানে জন মুক্তিও কি বলিব । ভাগ্য থাকে মোর তবে একত্র দেখিব। রামাইর মুখে যবে এতেক শুনিলা। তখনে তুলিয়া বাহু কানিতে লাগিলা । কান্দিয়া হইলা মুচ্ছ আনন্দ স হিত। দেখিয়া সকলগণ হইল বিস্মিত। ক্ষণেকে পাইয়া বাহ করয়ে হুঙ্কার আনিলো২ বলি প্রভু আপনার । মোরলাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া। এত বলি কান্দে পুনঃ ভূমিতে পড়িয়া । অদ্বৈত গৃহিণী পতিব্ৰতা জগন্মাতা। প্রভুর প্রকাশ শুনি কান্দে আনন্দিতা ৷ অদ্বৈতের তনয় অচ্যুতানন্দনাম। পরম বালক সেহো কান্দে অবিরাম । কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে। অনুচর সববেঢ়ি কান্দে চারিভিতে ॥ কেবা কোনদিগে কান্দে নারি পরাপর । কৃষ্ণপ্রেম ময় হৈল অদ্বৈতের ঘর। স্থিরহয় অদ্বৈত হইতে নারেস্থির । ভীবাবেশে নিরবধি দোলায় শরীর। রামাঞিরে বলে প্রভু কি বলিল মোরে। রামাই বলেন ঝাট চলিবার তরে। অদ্বৈত বলয়ে শুন রামাই পণ্ডিত। মোর প্রভু হয় তবে মোহর প্রতীত। আপন ঐশ্বৰ্য্য যদি আমারে দেখায়। শ্ৰীচরণ তুলিদেয় মোহর মাথায় । তবে সে জানিমু মোর হয়ে প্রাণনাথ । সত্য২ সত্য এই কহিল তোমাত ॥ রামাই বলেযে প্রভু মুঞি কি বলিব । যদিমোর ভাগ্যখাকে নয়নে দেখিব ॥ যে তোমার ইচ্ছ। প্রভু সেই সে তাহার। তোমার নিমিত্ত প্রভুর এই অবতার। হইল অদ্বৈত তুষ্ট রামের বচনে। শুভযাত্র উদযোগ করিলা ততক্ষণে ॥ পত্নীরে বলিল ঝাট হও সাবধান। লইয়া পূজার সজ্জ চল আগুয়ান। পতিব্ৰত সেই চৈতনেরে তত্ত্বজানে। গন্ধপুষ্প ধুপ বস্ত্র অশেষ বিধানে। ক্ষীর দধি সুলৰনী কপূর তাম্বুল। লইয়। চৰিলা সব যত অনুকুল। সপত্নীকে চলিলা অদ্বৈত মহাপ্রভু। রামেরে নিষেধে