পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টি নাগবধূসব সজল নয়নে। কৃষ্ণ বলি স্তুতিকরে দেখে বিদ্যমানে ক্ষিতি অম্ব রীক্ষ স্থান নাহি অপকাশে। দেখে পড়িয়াছে মহাঋষীগণ পাশে। মহাঠাকুরাল দেখি পাইল বিভ্রম। পতি পত্নী কিছু বলিবারে নাহি ক্ষম। পরম সদয় অতি প্রভু বিশ্বম্ভর। চাহিয়া অদ্বৈত প্রতি করিলা উত্তর । তোমার সকল্প লাগি অব তীর্ণ আমি ॥ বিস্তর আমার আরাধন কৈলে তুমি ৷ সুতিয়া আছিনু ক্ষীর সাগর ভিতরে। নিদ্রাভঙ্গ হৈল মোর তোমার হুঙ্কারে । দেখিয়৷ জীবের দুঃখ না পারি রহিতে। আমারে আনিলে সব জীব উদ্ধারিতে। যতেক দেখিলে চতুর্দিগে মোর গণ। সভার হইল জন্ম তোমার কারণ ॥ যে বৈষ্ণব দেখিতে ব্ৰহ্মাদি ভাবে মনে। তোমাহৈতে তাহ দেখিবেক সৰ্ব্বজনে। রাম কিরি রাগঃ । এতেক প্রশ্রয় বাক্য প্রভুর শুনিয়া। উৰ্দ্ধবাহুকার কান্দে সস্ত্রীক হইয়া। আজি সে সফল মোর দিন পর কাশ। আজি সে সফল কৈন্তু যত অভিলাষ। আজি মোর জন্মদেহ সকল সফল সাক্ষাতে দেখিমু তোর চরণ যুগল। ঘোযেমাত্র চরিবেদে যারে নাহি দেখে। হেন তুমি মোরলাগি হৈলা পরতেকে ৷ মোর কিছু শক্তি নাহি তোমার করুণা তোমাবহি জীব উদ্ধারিব কোন জনা । বলিতে ২ প্রেমে ভাসেন আচাৰ্য্য। প্ৰভু বোলে আমার পূজার কর কার্য্য। পাইয় প্রভুর আজ্ঞা পরম হরিষে। চৈতন্য চরণ পূজে অশেষ বিশেষে ॥ প্রথমে চরণ ধুই মুবাসিত জলে। শেষে গন্ধে পরিপূ র্ণ পাদপদ্মে ঢালে । চন্দনে ডুবাঞা দিল তুলসীমুঞ্জরী। অঘের সহিত দিল চরণ উপরি ॥ গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচার। পূজা করে প্রেম জলে বহে মহাধার ॥ পঞ্চ শিখা জালি পুন করে বন্ধাপন । শেষে জয়ং ধনি করয়ে ঘোষণা । করিয়া চরণ পুজা ষোড়াশাপচারে। আরবার বস্ত্র দিল মাল্য অলঙ্কারে । শাস্ত্র দৃষ্টে পূজা করি পটল বিধানে । এই শ্লোক পড়ি করে দণ্ড পরনামে । তথাহি ॥ নমো ব্রহ্মণ দেবায় গোত্ৰাহ্মণ হিতায়চ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এইশ্লোক পড়ি আগে নমস্কার করি। শেষে স্তুতি করে নানা শাস্ত্র অনুসারি। জ য়ই সৰ্ব্ব প্রাণ নাথ বিস্বস্তুর । জয় জয় গেীর চন্দ্র করুণ সাগর। জয়২ ভকতব চন সত্যকারী। জয়২ মহাপ্রভু মহা অবতারি। জয়২ সিন্ধুস্থত ৰূপ মনোরম ৷ জয়২ শ্ৰীবৎস কৌস্তুভ ভুষণ৷ জয় জয় হরে কৃষ্ণ মস্ত্রের প্রকাশ। জয়২ নিজভ ক্তি গ্রহণ বিলাস । জয়২ মহাপ্রভু অনন্ত শয়ন। জয়২ জয় সৰ্ব্ব জীবের শরণ ॥ তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি নারায়ণ। তুমি মৎস্য তুমি কুৰ্ম্ম তুমি সনাতন । তুমি সে বরাহ প্রভু তুমিসে বামন। তুমি কর যুগেই দেবের পালন । তুমি রক্ষ কুল হন্ত জানকী জীবন। তুমি গুহ বরদাতা অহল্যা মোচন তুমি সে প্ৰহাদ লাগি কৈলে অবতার। হিরণ্য বধিয়া নরসিংহ নাম যার । সৰ্ব্বদেব চুড়ামণি তু মি দ্বিজরাজ। তুমি সে ভোজন কর লীলাচল মাক তোমারে সে চারি বেদে