পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 8? বুলে অন্বেষিয়া। তুমি এথা আসি রহিয়াছ লুকাইয়া। লুকাইতে বড় প্রভু তুমি মহাবীর । ভক্ত জনে ধরি তোমা করয়ে বাহির ॥ সংকীৰ্ত্তন আরম্ভে তোমার অব তার। অনন্ত ব্ৰহ্মাণ্ডে তোম। বহি নাহি অরি। এই তোর দুইখানি চরণ কমল ইহার সে রসে গৌরী শঙ্কর বিহবল ৷ এই সে চরণ রমা সেবে একমনে। ইহ রসে যশগায় সহস্র বদনে ॥ এই সে চরণ ব্ৰহ্মা পূজয়ে সদায় । শ্রুতি স্মৃতি পু রাণে ইহার যশগায়। সত্য লোক আক্রমিল এই সে চরণে। বলিশির ধন্য হৈল ইহার স্পর্শনে ॥ এই সে চরণ হৈতে গঙ্গা অবতার। শঙ্কর ধরিল শিরে মহাবেগ ষার ॥ কোটি বৃহস্পতি জিনি অদ্বৈতের বুদ্ধি । ভালমতে জানে সেই চৈতন্যের শুদ্ধি ৷ বৰ্ণিতে চরণ শুষে নয়নের জলে । পড়িলা দীঘল হ এ চরণের হলে ॥ সৰ্ব্ব ভূত অন্তর্যামী ত্ৰগৌরাঙ্গ রায়। চরণ তুলিয়া দিল। অদ্বৈত মাথায় ৷ চরণ অপ ণ শিরে করিল যখন ৷ জয়হ মহাধনি হইল তখন। অপুৰ্ব্ব দেখিয়া সভেহইলা বিহ ল। হরি হরি বলি স.ও করে কোলাহল ॥ গাড়াগড়ী যায় কেহো মালসাট মারে । কালো গলাধরি কেহে ফান্দে উচ্চস্বরে ৷ সস্ত্রীকে অদ্বৈত্য হৈল পূর্ণ মনোরথ । পাইয়া চরণ শিরে পূর্ব অভিময় । অদ্বৈতেরে ভাজা কৈলা প্রভু বিশ্বম্ভর । আরে নাডু আমার কীৰ্ত্তনে নৃত, ফর পাইয় প্রভুর আজ্ঞ আচাৰ্য্য গোসাঞি নান। ভক্তিযোগে নৃত্য করে সেই উঠিল কীৰ্ত্তনম্বনি অতিমনোহর। নাচেন আ দ্বৈত গৌরচন্দ্রের গোচর ॥ মণে বা বিশাল নীচে ক্ষণে বা মধুর । ক্ষণে ব। দশনে তুণ করয়ে প্রচুর। ক্ষণে ঘরে উঠে ক্ষণে পড়ি গড়িযায় । ক্ষণে ঘনশ্বাস বহে ক্ষণে মুচ্ছাপায়। যে কীৰ্ত্তন যখন শুনয়ে সেই হয়। এক ভাবে স্থির নহে আনন্দে নাচয় । অবশেষে আসি সবে রহ্নে দাস্ত ভাব। বুঝন না যায় সেই অচিন্তু; প্রভাব ; ধাইয়াই য়ায় ঠাকুরের পাশে । নিত্যানন্দ দেখিয়৷ তদুটি করি হাসে ॥ হাস বোলে ভাল হৈল আইলা নিতাই। এতদিন তোমার নাগলি নাহি পাই ॥ যাইবে কোথায় আজি এড়িমু বান্ধিয় । ক্ষণে বোলে প্রভু ক্ষণে বোলে মাতলি য়। অদ্বৈত চরিত্র হাসে নিতানন্দ রায় । একমূৰ্ত্তি দুই ভাগ কৃষ্ণের লীলায় পূৰ্ব্বে বলিয়াছি নিত্যানন্দ নানাৰূপে । চৈতন্যের সেবা করে অশেষ কৌতুকে ॥ কোন ৰূপে কহে কোনৰূপে করে ধ্যান । কোনোৰূপে ছত্ৰশয্যা কোনোরূপে জ্ঞান ॥ নি তানন্দতাদ্বৈত অভেদ করি জান । এই অবতারে জানে যত ভাগ্যবান | যে কিছু কলহ লীলা দেখহ দোঙ্গার । সে সব অচিন্ত্য রঙ্গ ঈশ্বর ব্যভার ॥ অদ্বৈতের নৃত্য দেখে বৈষ্ণব সকল । আনন্দ সাগরে মগ্ন হইল কেবল ॥ হইল প্রভুর আজ্ঞা রহিবার তরে । ততক্ষণে রহিলেন আজ্ঞা করি শিরে ॥ আপন গলার মাল; অদ্বৈতেরে দিয়া । বরমাগ বরমগে বোলয়ে হাসিয়া শুনিয়া অদ্বৈত কিছু না করে উত্তর । মাগ২ পুনঃপুন বোলে বিশ্বম্ভর । অদ্বৈত বলয়ে আর কি মাগিব বর 15