পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 8Ꮳ লোকবলিঘূি রাক্ষসী রুধিরাশন জিঘাংসয়াপি হরয়েস্তনং দদ্বীপসদগতিং । শুনিলেন মাত্র ভক্তিযোগের বর্ণন । বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রমদন ॥ নয়নে অপূর্ববহে ঐআনন্দ ধারা । যেন গঙ্গাদেবীর হইল অবতারা । অশ্রুকম্প স্বেদ মুচ্ছ পুকল হুঙ্কার। এক কালে হইল সভার অবতার ॥ বোলহ বলি মহা লাগি লা গজ্জিতে । স্থির হৈতে না পারিল পড়িল ভূমিতে ॥ নাথি আছাড়ের ঘায়ে যতেক শাস্তার ৷ ভাঙ্গিল সকল রক্ষা নাহি করি আর ॥ কোথাগেল দিব্যবাট দিৰ্য গুয়াপান । কোথাগেল বারি যাতে করে জল পান । কোথায় পড়িল গিয়া শয্যা পদাঘাতে। প্রেমাবেশে দিব্য বস্ত্র চিরে দুই হাতে। কোথাগেল সেবা দিব্য কেশের সংস্কার। ধূলায় লোটায় করে ক্ৰন্দন অপার। শ্ৰীকৃষ্ণঠাকুর মোর ক্লফ মোর প্রাণ ! মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান ॥ অনুতাপ করিয়া কান্দেন উ চ্চস্বরে। মুঞিসে বঞ্চিত হৈনু হেন অবতারে। মহা গড়াগড়ি দিয়া পড়য়ে আছাড়। সতে মনে ভাবে যেন চূৰ্ণ হৈল হাড়। হেন সে হয়েন কম্প ভাবের বিকারে । দশ জনে ধরিলেও ধরিতে না পারে। বস্ত্রশয্যা ঝারী বাট সকল সস্তার। পদাঘাতে সব গেল কিছু নাহি আর । সেবক সকল যে করিল সম্বরণ। সকলে রহিল গিয়া ব্যবহার ধন ৷ এইমত কতোক্ষণ প্রেম প্রকাশিয়া। আনন্দে মুচ্ছিত হই থাকিল৷ পড়িয় ॥ তিলমাত্র ধাতু নাহি সকল শরীরে। ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে দেখি গদাধর মহা হইল বিস্মিত । তখনে সে মনে মহা হইল চিন্তিত ॥ ছেন মহাশয়ে মুঞি অবিজ্ঞা করিনু কোন বা অশুভক্ষণে দেখিতে আইনু। মুকুন্দেরে পরম সন্তোষে করি কোলে। সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে ॥ মুকুন্দ অামার তুমি কৈলে বন্ধুকার্য্য। দেখাইলে ভক্তি বিদ্যানিধি ভট্টচাৰ্য্য । এমত বৈষ্ণব কি আছেনে ত্রিভুবনে। ত্রিলোক পবিত্র হয় ভক্তি দরশনে ॥ আজি আমি এড়াইল্প পরম সঙ্কট। সেহোষে কারণ তুমি আছিল। নিকট ॥ বিষয়ীর পরিচ্ছেদ দেখিয়া উহান । ষিষয়ী বৈষ্ণব মোর চিত্তে হৈল জ্ঞান ॥ বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয় । প্রকাশিল পুণ্ডরীক ভক্তির উদয়। যত খানি আমি করিয়াছি অপরাধ। ততখানি করাইমুচিত্তের প্রসাদ। এপথে প্রবিষ্ট যত সব ভক্তগণ। উপদেষ্ট অবশ্য করেন একজন। এপথেত আমি উপদেষ্ট নাহি করি। ইহানেই স্থানে মন্ত্র উপদেশ ধরি । ইহানে অবিজ্ঞ যত করিয়াছি মনে । শিষ্যহৈলে সবদোষ ক্ষমিবে আপনে । এই ভাৰি গদাধর মুকুন্দের স্থানে। দীক্ষা করিবার কথা কহিলেন তানে শুনিয়া মুক্ল ন্দ বড় সন্তোষ হইলা । ভালই বলি বড় শ্লাঘিতে লাগিলা ॥ প্রহর দুইতে বিদা: নিধি মহাধীর। বাহ হই বসিলেন হইয়া স্বস্থির গদাধর পণ্ডিতের নয়নের জলে । অস্তনাহি ধারা অঙ্গ তিতিল সকলে ॥ দেখিয় সন্তোষে বিদ্যানিধি মহাশয় । কোলে করি খুইলেন শাপন হৃদয় । পরম সংস্রমে রছিলেন গদাধর। মুকুন্দ কছেন তান