পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ মধ্যমখণ্ড হৰিষ করিয়া কাব্দে বোলয়ে সকল। প্রভুরে করিয়া কান্ধে ভাগবত গণ , পূর্ণ নন্দ হই করে অঙ্গনে ভ্রমণ ॥ যখনেবা হয় প্রভু আনন্দে মুচ্ছিত । কৰ্ণ মুলে সভে হরি বোলে অতিভীত। ক্ষণে২ সৰ্ব্ব অঙ্গে হয় মহা কম্প । মহা শীতে বাজে যেন বালকের দন্তু। ক্ষণে২ মহাস্বেদ হয় কলেবরে। মুর্ভিবতি গঙ্গ যেন আইলা শরীরে ॥ কখন বা দেখি অঙ্গ জলন্ত অনল । দিতেমাত্র ময়সজ শুখায় সকল। ক্ষণে২ অদভুত বহে মহাশ্বাস । সমুখ ছাড়িয়া সতে হয় এক পাশ ॥ ক্ষণেষায় সভার চরণ ধরিবারে । পলায়ে বৈষ্ণবগণ চারিদিগে ডরে। ক্ষণে নিত্যানন্দ অঙ্গে পৃষ্ঠদিয়া বসে। চরণ তুলিয়া সভাকারে চাহি হাসে। বুঝি য়া ইঙ্গীত সব ভাগবতগণ। লুটায়ে চরণ ধূলি অপূৰ্ব্বরতন। আচাৰ্য্য গোসাঞি বোলে অারে আরে চোর। ভাঙ্গিল সকল তোর ভারিভুরি মোরা ৷ মহানন্দে ৰিশ্বম্ভর গড়াগড়ি যায়। চারিদিগে ভক্তগণ কৃষ্ণগুণ গায়। যখন উদণ্ড প্ৰভু নাচে বিশ্বম্ভর। পৃথিবী কম্পিত হয় সবে পায় ডর। কখনো বা মধুর নাচয়ে বিশ্বম্ভর। যেন দেখি নন্দের নন্দন নটবর। কখনো বা করে কোটি সিংহের হু স্কার। কর্ণ রক্ষা হেতু সবে অনুগ্রহ তার ৷ পৃথিবীর আলগ হইয়া ক্ষণে জয় । কেহে দেখে কেহ বা দেখিতে নাহি পায় ॥ ভাবাবেশে পাকল ময়ানে যারে চাম । মহা ত্রাস পায় সেই হাসিয়া পলায় ৷ কৃষ্ণাবেশে চঞ্চল হইয়া বিশ্বম্ভর। ন৷ চেন বিহবল হঞা নাহি পরাপর ৷ ভাবাবেশে একবার ধরে যার পায় । আরবাৱ পুনতার উঠয়ে মাথায় ৷ ক্ষণে যার গলাধরি করয়ে ক্ৰন্দন। ক্ষণেকে তাহার কান্ধে করে আরোহণ ॥ ক্ষণে হয় বাল্য ভাবে পরম চঞ্চল। মুখ বাদ্য বাহে ষেন ছ। ওয়াল সকল ৷ চরণ নাচায় ক্ষণে খল খলি হাসে । জানুগতি চলেক্ষণে বালক আবে শে। ক্ষণে২ হয় ভাব ত্রিভঙ্গ সুন্দর। প্রহরেক সেহে মতে অাছে বিশ্বম্ভর ॥ ক্ষণে ধ্যনে করে কর মুরলীর ছন্দ ৷ সাক্ষাত দেখিয়ে যেন বৃন্দাবনচন্দ্র ৷ বাহ্য পাই দাস্ত ভাবে করয়ে ক্ৰন্দন। দন্তে তৃণ করি চাহে চরণ সেবন ॥ চক্রাকৃতি হইক্ষণে প্রহরেক ফিরে । আপন চরণ গিয়া লাগে নিজ শিরে। যখন যে ভাব হয় সেই তদভুত। নিজ প্রেমানন্দে নাচে জগন্নাথ সুত ॥ ঘন২ হিক্কা হয় সৰ্ব্ব অঙ্গ নড়ে। ন। পরে হইতে স্থির পৃথিবীতে পড়ে। গৌর বর্ণ অঙ্গ ক্ষণে নানাবর্ণ দেখি । ক্ষণে২ দুইগুণ হয় দুই অাখি ॥ অলৌকিক হঞা প্ৰভু বৈষ্ণব আবেশে । যে বলি তে যোগ্য নহে তাহে প্ৰভু ভাষে। পূৰ্ব্ব যে বৈষ্ণব দেখি প্রভু করি বোলে। এবেটা আমার দাস ধরে তার চুলে । পুৰ্ব্বে যে বৈষ্ণব দেখি ধরয়ে চরণে । তার বক্ষে উঠি করে চরণ অর্পণে। প্রভুর আনন্দ দেখি ভাগবতগণ। অন্যোন্যে গলাধরি করয়ে ক্ৰন্দন। সভার অঙ্গেতে শোভে শ্ৰীচন্দন মালা। আনন্দ্রে গ য়েন কৃষ্ণ সতে হই ভোল৷ ৷ মৃদঙ্গ মন্দির বাজে শঙ্খ করতাল সংকীৰ্ত্তৰ সঙ্গে